Monday, December 8, 2025
HomeSports NewsIPL 2024: ১৫৫ কিলোমিটার বেগে বল করে নজর গড়লেন ভারতীয় বোলার

IPL 2024: ১৫৫ কিলোমিটার বেগে বল করে নজর গড়লেন ভারতীয় বোলার

- Advertisement -

আইপিএল ২০২৪-এর (IPL 2024)১১তম ম্যাচে শনিবার পঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লখনউ টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯৯ রান তোলে। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাব কিংস শুরু করেছিল দুর্দান্ত ভাবে। প্রথম উইকেটে ১০২ রান যোগ করেন শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো।

অভিষেক ম্যাচ খেলতে নেমে এই পার্টনারশিপ ভাঙেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। ১২তম ওভারের চতুর্থ বলে জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে পাঠান মায়াঙ্ক। এই ওভারে মায়াঙ্কের গতি সকলের নজর কেড়েছেন। ওভারের প্রথম ডেলিভারি ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন। আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত এটিই দ্রুততম বল। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আইপিএলে ১৫৫-এর বেশি গতিতে বল করার নজির গড়লেন মায়াঙ্ক যাদব। এর আগে উমরান মালিক ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

   

অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব ৪ ওভারের কোটায় ৬.৮ এর ইকোনমি রেট মাত্র ২৭ রান দিয়ে তিনটি উইকেট অর্জন করেছিলেন। জনি বেয়ারস্টো (৪২), প্রভসিমরান সিং (১৯) ও উইকেটরক্ষক জিতেশ শর্মাকে (৬) আউট করেন এই ফাস্ট বোলার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular