৬, ৬, ৬, ৬, ৬… ৩৩৩ স্ট্রাইক রেট, অনেকেই চেনেন না এই ভারতীয় ব্যাটসম্যানকে

দিল্লি প্রিমিয়ার লিগের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পুরনো দিল্লি ও স্ট্রাইকার্স। এই ম্যাচে ২০ রানে রোমাঞ্চকর জয় পায় পুরনো দিল্লি। ম্যাচের নায়ক ছিলেন ফাস্ট বোলার…

short-samachar

দিল্লি প্রিমিয়ার লিগের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পুরনো দিল্লি ও স্ট্রাইকার্স। এই ম্যাচে ২০ রানে রোমাঞ্চকর জয় পায় পুরনো দিল্লি। ম্যাচের নায়ক ছিলেন ফাস্ট বোলার আয়ুশ সিং। তবে লোয়ার অর্ডারে ব্যাট হাতে তান্ডব চালানো তরুণ ব্যাটসম্যান মায়াঙ্ক গুসাইকের (Mayank Gusain) কথাও আলাদা করে বলতে হচ্ছে।

   

এক সময় খেলেছিলেন সৌরভ-দ্রাবিড়ের সঙ্গে, তারপর উধাও! এখন কী করছেন জ্ঞানেন্দ্র?

দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করার সময় মাত্র ১২ বল মোকাবেলা করেন তিনি। এদিকে ৩৩৩.৩৩ স্ট্রাইক রেটে অপরাজিত ৪০ রান করেন। এ সময় তাঁর ব্যাট থেকে আসে ১টি চার ও ৫টি ছক্কা। খেলা চলাকালীন ৬ বলে মাত্র ছক্কা ও চারের সাহায্যে ৩৪ রান করেছেন মায়াঙ্ক।

অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয় পুরনো দিল্লি দল। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ২৮ বলে ৪৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সনৎ সাঙ্গওয়ান। এছাড়া অধিনায়ক অর্পিত রানা ২৬ বলে ৪২ রান, মায়াঙ্ক গুসাই ১২ বলে অপরাজিত ৪০ ও অর্ণব বুগ্গা ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। প্রতিপক্ষ দলের সবচেয়ে সফল বোলার ছিলেন বৈভব কান্দপাল। বৈভব পেয়েছেন ২টি সাফল্য। এছাড়া অধিনায়ক প্রাংশু বিজয়রান, সুয়াশ শর্মা, আমন ভারতী ও মনন ভরদ্বাজ ১টি করে উইকেট নেন। পুরনো দিল্লির ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোটা উত্তর দিল্লি স্ট্রাইকার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে পারে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বৈভব কান্দপাল। ইনিংস ওপেন করে ৪৪ বলে ৫৭ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি।

একেবারে ‘খলনায়ক’! বিরাটকে এবার এই কথাও শুনতে হল

পুরনো দিল্লির হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আয়ুষ সিং। ৪ ওভার বোলিং করে ২৭ রান করে সর্বোচ্চ ৫টি উইকেট অর্জন করেন তিনি। যার জন্য পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।