Mohun Bagan SG: অংকের প্রশ্নে মোহনবাগানের দুই বিদেশি ফুটবলারের নাম!

    মাঠের পারফরমেন্স যাই হোক না কেন মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) বিদেশি ব্রিগেট রয়েছে এখনও আলোচনায়। আসলে খাতায়-কলমে মোহনবাগানে যা স্কোয়াড সেটা…

Jason Cummings, Armando Sadiku

short-samachar

   

মাঠের পারফরমেন্স যাই হোক না কেন মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) বিদেশি ব্রিগেট রয়েছে এখনও আলোচনায়। আসলে খাতায়-কলমে মোহনবাগানে যা স্কোয়াড সেটা দেখার পর এখনো অনেকের বিস্ময়ের ঘোর কাটছে না। কয়েক কোটি টাকা খরচ করে এবারের সিজনের জন্য অস্ট্রেলিয়া তারকা ফরওয়ার্ড জেসন কামিন্সকে দলে নিয়েছে বাগান। ক্লাব সমর্থকদের একাংশ মনে করে চলেন অজি তারকার পা থেকে দেখা যাবে একের পর এক গোল। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। তার পরিবর্তে দলের পারফরম্যান্সের সঙ্গে অজি তারকার পারফরমেন্স পড়েছে সমালোচনার মুখে।

জেসনের এর মতো প্রায় সেই একই অবস্থা বাগানের অপর বিদেশ আর্মান্ডো সাদিকুর। ভারতীয় ফুটবলে এর আগে একাধিক বিশ্বখ্যাত ফুটবলার এসেছেন। বাইরের দেশে তাদের পারফরম্যান্স খুব ভালো হলেও যে কোনো কারণেই হোক ভারতীয় ফুটবলের সঙ্গে অনেকেই মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। বাগানের আলোচ্য দুই বিদেশের ক্ষেত্রেও তেমনটা হয়েছে কি না সেটা বলা মুশকিল। মাঠে আহামরি পারফরমেন্স না হলেও জেসন ও সাদিকুর ফ্যান-ফলোয়িং যে এখনো কমেনি তার প্রমাণ পাওয়া গেছে মাঝে মধ্যেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট চোখে পড়ার মতো। একটি ছবি। হিসাব নিকাশ সংক্রান্ত কোনো অংকের একটি প্রশ্ন। সেখানে নাম রয়েছে সাদিকুর। এবারে এই সাদিকু এবং কামিন্স বাগানের এই দুই ফুটবলারকে মাথায় রেখে প্রশ্ন কর্তা লিখেছেন কি না সেটা জানার উপায় নেই। তবে এই বিষয়টা সবুজ মেরুন সমর্থকদের জন্য যে বেশ উপভোগ্য হবে সেটা বলাই বাহুল্য।