CFL: অমিত টুডুকে দেখে ফুটবলে আসা, পিয়ারলেসের হয়ে খেলবেন মার্শাল

Advertisements আর কয়েক দিন পরেই শুরু হবে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। নিজেদের সাধ্য মতো গুছিয়ে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে চলা…

CFL Marshal kisku

Advertisements

আর কয়েক দিন পরেই শুরু হবে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। নিজেদের সাধ্য মতো গুছিয়ে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলো। পিয়ালেস এবার ভাল দল গঠন করেছে। দলে রয়েছেন মার্শাল কিস্কু (Marshal kisku)।

বিজ্ঞাপন

‘ভাই ডরনা মাত’, কেভিন লোবোকে বলেছিলেন সুনীল ছেত্রী

মার্শাল কিস্কু বাংলার মাঠে উদীয়মান ফুটবলার। গতবার ছিলেন ডায়মন্ড হারবার এফসি-তে। খুব বেশি সুযোগ পাননি ক্লাবের হয়ে। এবার দল বদল করেছেন। খেলবেন পিয়ারলেসের হয়ে।

মার্শাল বিএনআর, ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছেন অতীতে। আই লিগ টু-এ খেলার সুযোগ এলেও মাঠে নামা হয়নি। কলকাতা ফুটবল লিগের গত মরসুমে মার্শাল কিস্কু ছিলেন ডায়মন্ড হারবার এফসিতে। ডায়মন্ড হারবার এফসিতে তারকা খচিত স্কোয়াড। মাঠে নামার সুযোগ খুব বেশি পাননি মার্শাল। আরও বেশি করে ম্যাচ খেলতে চাইছেন তিনি। সেই লক্ষ্যে পিয়ারলেসে সই করেছেন কাঁচরাপাড়ার এই ফুটবলার।

CFL: ফ্রি-কিক থেকে গোল করে উদ্ধার করেছিলেন দলকে, রেলের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জ্যোতি

বাংলার ফুটবলের অন্যতম পরিচিত ফুটবলার অমিত টুডু। তাঁকে দেখেই ফুটবল মাঠে এসেছিলেন মার্শাল কিস্কু । দেখছেন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন। তবে লাফ দিয়ে নয়, ধাপে ধাপে এগোতে চাইছেন এই তরুণ ফুটবলার। চূড়ান্ত লক্ষ্য ভারতীয় দলের হয়ে খেলা। আপাতত তাঁর ফোকাসে শুধু পিয়ারলেসের হয়ে ভাল পারফর্ম মেলে ধরা। তারপর ধীরে ধীরে বড় দল, বাংলার হয়ে সন্তোষ ট্রফি, টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামা।