East Bengal: দল বদলের বাজার গরম করল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

Prakash Sarkar, Former East Bengal Star

ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান ফুটবলারদের মধ্যে গণ্য করা হত প্রকাশ সরকারের (Prakash Sarkar) নাম। ইস্টবেঙ্গলের (East Bengal) সাফল্যের পিছনে এক সময় অবদান রেখেছিলেন রক্ষণভাগের তরুণ এই ফুটবলার। ক্রমে কালের নিয়মে কার্যত হারিয়ে যেতে বসেছিলেন প্রকাশ। নতুন উদ্যমে ফিরে আসতে চাইছেন ভারতীয় ফুটবলের মূল ধারায়। পেলেন নতুন চুক্তি পত্র।

Advertisements

আই লীগের দল দিল্লি এফসির সঙ্গে চুক্তি করেছেন একদা ইস্টবেঙ্গলের ফুটবলার প্রকাশ সরকার। ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন নতুন ক্লাবে। রিয়াল কাশ্মীরের হয়ে সুনামের সঙ্গে কিছু ম্যাচ সম্প্রতি খেলেছিলেন।

পুনে এফসির অনূর্ধ্ব ১৮ দলের হয়ে এক সময় খুব নাম করেছিলন প্রকাশ সরকার। সেখান থেকে পরে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৮ আই লীগ দলে। টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছিল দল। প্রকাশের খেলায় মুগ্ধ হয়ে ইস্টবেঙ্গলের তৎকালীন কোচ খালিদ জামিল তাকে তুলে এনেছিলেন সিনিয়র দলে। খালিদের আমলে প্রচারের আলোয় ছিলেন প্রকাশ সরকার। কলকাতা লীগ, আই লীগ, সুপার কাপের মতো টুর্নামেন্ট খেলেছিলেন লাল হলুদ জার্সি পরে।

Advertisements

খালিদ জামিল জমানার পর প্রকাশ্যে কেরিয়ার গ্রাফ পড়তে শুরু করে। ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ মেনেন্দেজ গার্সিয়ার আমলে খুব বেশি সুযোগ পাননি প্রকাশ। মরসুমের বেশিরভাগ সময় কাটিয়ে ছিলেন রিজার্ভ বেঞ্চে। তবু ২০১৯-২০ মরসুমে সুদিনের আশায় ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ আই লীগ দ্বিতীয় স্থান লাভ করেছিল লাল হলুদ ব্রিগেড। ব্রাত্য রয়ে গিয়েছিলেন প্রকাশ।

ইস্টবেঙ্গল হয়ে ২০২১ সালে যোগ দিয়েছিলেন আই লীগের ক্লাব রিয়াল কাশ্মীরে। সেখানে বেশ কিছু ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করার সুযোগ পেয়েছিলেন। ২০২২-২৩ মরসুমে ফের চলে আসেন কলকাতায়, যোগ দিয়েছিলেন ভবানীপুর এফসিতে। এবার খেলবেন দিল্লি এফসিতে। দিল্লির প্রধান কোচ ইয়াল ল-এর অধীনে নজরে থাকবে প্রকাশের পারফরম্যান্স।