Bumper Offer: মাত্র ১৮ হাজার টাকায় আজই বাড়িতে আনুন HP 14s

বর্তমানে প্রযুক্তির যুগে কোন কাজই কম্পিউটার ছাড়া সম্ভব না। আর কম্পিউটারের কথায় মাথায় এলে সবার প্রথমে মনে পড়ে ল্যাপটপ কিংবা ডেক্সটপের কথা। তবে সাম্প্রতিক সময়ে…

বর্তমানে প্রযুক্তির যুগে কোন কাজই কম্পিউটার ছাড়া সম্ভব না। আর কম্পিউটারের কথায় মাথায় এলে সবার প্রথমে মনে পড়ে ল্যাপটপ কিংবা ডেক্সটপের কথা। তবে সাম্প্রতিক সময়ে ডেক্সটপ এর থেকে ল্যাপটপ অনেকটাই এগিয়ে রয়েছে প্রতিযোগিতার বাজারে। তার কারণ অবশ্য সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বই নিয়ে যাওয়া যায় পাশাপাশি ডেক্সটপের মতো সব কাজই করা সম্ভব ল্যাপটপের মাধ্যমে।

তাছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকলে চিন্তার কোন প্রয়োজন নেই কারণ ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ব্যাটারির মাধ্যমে কয়েক ঘন্টা চলতে পারে। তবে ডেক্সটপের চাইতে ল্যাপটপের দাম অনেকটাই বেশি। সেক্ষেত্রে অনেকেই একটু কম দামি ল্যাপটপ কিনা চিন্তা-ভাবনা করেন। কিন্তু কম দামে ল্যাপটপ খুব একটা টেকসই হয় না তাই সাধারণ মানুষ কষ্ট করে হলেও দামি ল্যাপটপ কেনেন।

তবে বর্তমানে ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট নিয়ে একটি দুর্দান্ত অফার। যার মাধ্যমে আপনি hp কোম্পানির একটি ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র 18 হাজার টাকার বিনিময়ে। বর্তমানে HP 14s এই ল্যাপটপটির বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকার কাছাকাছি। তবে ফ্লিপকার্ট আপনাকে দিচ্ছে 23 শতাংশ ছাড় অর্থাৎ ল্যাপটপের দাম দাঁড়াচ্ছে 36 হাজার টাকা। কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে একাধিক ব্যাংকের অফার। আপনি যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ল্যাপটপটি কেনেন তাহলে সে ক্ষেত্রে প্রায় ১০% ছাড় পাবেন দামের উপর।

অন্যদিকে যদি আপনি এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনি পেয়ে যাবেন 4000 টাকা ছাড়। পাশাপাশি আপনার যদি একটি পুরনো ল্যাপটপ থাকে তাহলে সে ক্ষেত্রে একটা বড় রকমের এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট। সেক্ষেত্রে আপনি তাই ১৭ হাজার টাকা ছাড় পাবেন ল্যাপটপের দামের উপর। অথচ মিলিয়ে ল্যাপটপটির দাম দাঁড়াচ্ছে মাত্র 18 হাজার টাকার কাছাকাছি।