Monday, December 8, 2025
HomeSports Newsপাহাড়ের বুকে নিজেকে প্রস্তুত করছেন মার্ক জোথানপুইয়া

পাহাড়ের বুকে নিজেকে প্রস্তুত করছেন মার্ক জোথানপুইয়া

- Advertisement -

বিগত কয়েক বছর ধরেই খুব একটা ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে যুক্ত করা হলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। কিন্তু কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। যারফলে গত সিজনে ও এই স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেছিল সকলে। কার্লেসের পছন্দ অনুযায়ী একের পর এক ফুটবলারদের টেনে চমক দিয়েছিল ময়দানের এই প্রধান। কিন্তু শেষ পর্যন্ত মিলেছে কেবল হতাশা।

ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে নিজেদের প্রমাণ করতে মরিয়া ছিল লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হয়েছিল একের পরে এক ম্যাচে। পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। গ্যালারি থেকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল তৎকালীন কোচকে। পরবর্তীতে দলের দায়িত্ব পান অস্কার ব্রুজন। বলতে গেলে এই কোচের হাত ধরেই ছন্দে ফিরতে শুরু করেছিল মশাল ব্রিগেড। হারিয়ে যাওয়া ইস্টবেঙ্গলকে খুঁজে পেতে শুরু করেছিলেন সমর্থকরা।

   

কিন্তু সেটা স্থায়ী হয়নি। খেলোয়ারদের চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যা প্রত্যেক ক্ষেত্রেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল লাল-হলুদ শিবিরকে। এই চোটের কবলেই পড়তে হয়েছিল মিজোরামের তারকা ফুটবলার মার্ক জোথানপুইয়াকে (Mark Zothanpuia)। ইন্ডিয়ান সুপার লিগের মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোটের সমস্যা এতটাই গুরুতর ছিল যে পরে আর ফিরতে পারেননি দ্বিতীয় লেগে। তবে কলিঙ্গ সুপার কাপে কেরালার বিপক্ষে খেলার সুযোগ পেলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি এই ভারতীয় মিডফিল্ডারের পক্ষে। তবে অতীত ভুলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই মিজো মিডফিল্ডার।

East Bengal, Mark Zothanpuia

তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন মার্ক জোথানপুইয়া। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি ভিডিও স্টোরিতে দেন এই ফুটবলার। যেখানে পাহাড়ের বুকে অবস্থিত একটি মাঠে বল নিয়ে নিজের স্কিল দেখাতে দেখা যায় ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে। নয়া মরসুমে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular