শ্রী সিমেন্টকে দোষ দিতে চাইলেন না ইস্টবেঙ্গলে (East Bengal) কোচিং করানো মারিও রিভেরা (Mario Rivera)। তাঁর মতে আগে সবটা জানা প্রয়োজন। তারপর কোনো মন্তব্য। সম্প্রতি এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে এমনটাই বলেছেন মারিও।
সম্প্রতি ইস্টবেঙ্গল যখনই বিপদে পড়েছিল হাল ধরতে দায়িত্ব দেওয়া হয়েছিল মারিও রিভেরাকে। আই লিগ ক্রম তালিকায় দলের স্থান উন্নীত করলেও ইন্ডিয়ান সুপার লিগ খুব একটা ভালো যায়নি তাঁর। তবুও ইতিবাচক মনোভাব এখনও বজায় রেখেছেন তিনি।
সাক্ষাৎকারে মারিও বলেছেন, কোচিংয়ের বিষয়ে শ্রী সিমেন্ট তাঁকে যথেষ্ট সাহায্য করেছিল। কোনো চাপ দেওয়া হয়নি কখনও। কোম্পানিও জয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন স্প্যানিশ কোচ। এরপরেই স্প্যানিশ কোচের বক্তব্য, দলের জন্য শ্রী সিমেন্ট কতোটা করেছে তা না জেনে দোষারোপ করা অনুচিৎ।
হীরা মন্ডলের প্রশংসা করেছেন রিভেরা। বলেছেন, ‘হীরা প্রতিভাবান ফুটবলার। ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। কথা বলেছি, পরামর্শ দিয়েছে। হীরাকে আরও শিখতে হবে।’
২০১৮ সালে লাল হলুদের সিনিয়র দলে তুলে আনা হয়েছিল হীরা মন্ডলকে। আলেহান্দ্রো খুব একটা পছন্দ করতেন না হীরাকে। সিনিয়র হলে এই বঙ্গ তনয়কে নেওয়ার পক্ষে ছিলেন না সমর্থকদের আলে স্যার। জানিয়েছেন মারিও রিভেরা।