ISL টপারদের তালিকায় আসার সুবর্ণ সুযোগ মেরিনার্সদের

চলতি ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ATK মোহনবাগানের তিন ম্যাচ স্থগিত হয়েছে কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে।মাঝে কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। ওডিশা এফসি’র বিরুদ্ধে…

roy-krishna

চলতি ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ATK মোহনবাগানের তিন ম্যাচ স্থগিত হয়েছে কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে।মাঝে কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। ওডিশা এফসি’র বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরে এসে লীগের সেরা চারের তালিকায় ঢুকে পড়াতাই লক্ষ্য মেরিনার্সদের কাছে।

একইভাবে ওডিশা এফসিও এদিন জয়ের জন্য ঝাঁপাবে, কেননা ATK মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলেই কলিঙ্গ ওয়ারির্সরা ISL’র টপ চারে চলে যাবে। তাই রবিবাসরীয় ম্যাচ রাত ৯.৩০টায় পিজেএন স্টেডিয়াম, ফতোর্দাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই দলের মধ্যে এতে সন্দেহ নেই।

রবিবারের ম্যাচের সম্ভাব্য ATK মোহনবাগান স্কোয়াড হল
গোলকিপার: অমরিন্দর সিং, অভিলাষ পাল, অর্শ আনোয়ার শেখ;
ডিফেন্ডার: তিরি, আশুতোষ মেহতা, সুমিত রাঠি, শুভাশিস বোস, প্রীতম কোটাল, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ, দীপক টাঙরি, গুরসিমরত গিল, জোস আরোয়ো, রবি রাণা, রিকি সাবং;
মিডফিল্ডার: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমৌস, বিদ্যানন্দ সিং, শেখ সাহিল, অভিষেক সূর্যবংশী, লেনি রড্রিগেজ, ইঙ্গসন সিং;
ফরোয়ার্ড: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরি।