Chennaiyin FC: অবশেষে আইএসএলের প্লে-অফে চেন্নাইয়িন, আশাবাদী ওয়েন কোয়েল

বুধবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যারফলে, নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে…

Head coach Owen Coyle

বুধবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যারফলে, নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এবার খেতাব জয়ের দৌড়ে সকলকে পিছনে ফেলে চূড়ান্ত সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য অনিকেতদের। সেই দিকেই এখন বাড়তি নজর দলের হেড কোচ ওয়েন কোয়েলের।

প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ার দরুন আসন্ন গোয়া ম্যাচে যথেষ্ট চাপমুক্ত হয়ে খেলতে পারবে দক্ষিণের এই ফুটবল ক্লাব। বলতে গেলে নিয়ম রক্ষার এই ম্যাচে দলের সকলকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

এক ম্যাচ আগেই ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশির আমেজ রয়েছে সকল সমর্থকদের মধ্যে। সুদূর অতীতে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট সাফল্য থেকেছে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবের। আইএসএল ট্রফি ও তাদের ঘরে এসেছে একাধিকবার। তবে পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে বদলাতে থাকে পরিস্থিতি। ক্রমশ পিছিয়ে পড়তে থাকে এই ফুটবল ক্লাব। যা দরুন আবারও এই মরশুমের শুরুতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ওয়েন কোয়েলের হাতে। একটা সময় এই কোচের হাত ধরে খেতাব জয় করেছিল চেন্নাইয়িন। এবছর সেই ইতিহাস ফিরিয়ে আনাই অন্যতম লক্ষ্য।

এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন এই ব্রিটিশ কোচ। তিনি বলেন, গত কয়েক মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিলনা। আমি আবারও যখন দায়িত্ব পেয়েছিলাম, দল পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে ছিল। তবে এবার আমাদের কাছে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। ঘুরে দাঁড়াবার, নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। পুরনো সমস্ত কিছু ভুলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আমাদের ছেলেরা। তবে কি গত কয়েক মরশুমের খরা কাটিয়ে আবারো সাফল্য পাবে চেন্নাইয়িন ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।