World Cup Final: দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত একটানা বোলিং করেন শামি

mohammed shami practice

২০২৩ বিশ্বকাপের (World Cup) প্রথম ৪ ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ শামি (Mohammed Shami)। হার্দিক পান্ডিয়া ইনজুরির পর সুযোগ পেয়েছিলেন শামি। এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন শামি। একমাত্র ভারতীয় বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন তিনি।

কিন্তু শামির পক্ষে এখানে পৌঁছানো সহজ ছিল না। লকডাউনের সময় যখন খেলা পুরোপুরি বন্ধ ছিল, তখন মহম্মদ শামি নিজের ফার্ম হাউসে ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম করছিলেন। ২০২৩ সালের বিশ্বকাপে শামি এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ গড়ে ২৩ উইকেট নিয়েছেন। ৩ বার ৫ উইকেট শিকার নিয়েছেন।

   

এক সাক্ষাৎকারে মহম্মদ শামির শৈশবের কোচ বদরুদ্দীন বলেন, ‘লকডাউনের সময় শামি তার বোলিংয়ে উন্নতি করেছেন। এ সময় তিনি তার ভাইকে বোলিং করতেন। আজও তিনি যখন বাড়িতে থাকেন, তখন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা বোলিং করেন। অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা কঠোর পরিশ্রম করেন।’ তিনি জানান, ‘রাতে শিশিরের কারণে বল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অনুশীলন করার ফলে শামি এই ব্যাপারেও অভ্যাস করে ফেলেছেন। সে একটানা এক জায়গায় বল রাখতে পারে, মাঝে মাঝে মনে হয় বোলিং মেশিনের মতো একই জায়গায় বল রাখছেন। এটাও তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য।’

মহম্মদ শামি রান আপ পরিবর্তন করেছেন এবং নিজের ডায়েটেও পরিবর্তন এনেছেন। মোহালি ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার পর শামি বলেছিলেন, আপনি যদি না খেলেন, তাহলে খারাপ লাগার দরকার নেই। এখন অধিনায়ক রোহিত শর্মাও তাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন