FIFA World Cup 2026 Qualifier: এবার এক নয়া রেকর্ডের সাক্ষী থাকল দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। প্রথমবারের মতো কুয়েতের মাটিতে কুয়েতের বিপক্ষে জয় ছিনিয়ে নিল ভারতীয় ফুটবল দল। গোল করলেন তরুণ তারকা মনবীর সিং। যা নিয়ে মাতোয়ারা গোটা দেশবাসী। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আজ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল ইগর স্টিমাচের ছেলেরা। পূ র্ণাঙ্গ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেল গুরপ্রীতরা। পাশাপাশি গোলের সহজ সুযোগ পেয়ে ও তা কাজে লাগানো সম্ভব হয়নি সুনীল ছেত্রীর পক্ষে। তবে জয় আশায় খুশি সকলেই।
3⃣ Points ✅
On to the next game, the big one against Qatar 🙌
KUW 🇰🇼 0️⃣-1⃣ IND 🇮🇳#KUWIND⚔️ #FIFAWorldCup 🏆 #BackTheBlue 💙 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/Lsevhi84TA
— Indian Football Team (@IndianFootball) November 16, 2023
উল্লেখ্য, এই ম্যাচের শুরু থেকেই ঘনঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিল ব্লু টাইগার্স। যারফলে, গোলের সহজ সুযোগ ও উঠে আসে তাদের কাছে। গোল করার সুযোগ পান ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু তা শেষ পর্যন্ত গোলে রাখা সম্ভব হয়নি। নাহলে ম্যাচের প্রথমদিকেই এগিয়ে যেতে পারত স্টিমাচ ব্রিগেড। পরবর্তীতে প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে কুয়েত দল।
কিন্তু ভারতীয় ডিফেন্ডারদের দাঁতে দাঁত চেপে লড়াই করার প্রবনতার কাছে কার্যত আটকে যেতে হয় প্রতিপক্ষের ফুটবলারদের। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই ভারতীয় দলকে আটকে রাখার প্রবনতা নিয়ে নামে কুয়েত দল। সেইমতো বেশকিছু আক্রমণ দানা বাঁধে ভারতীয় রক্ষনভাগে। কিন্তু কাজের কাজ করা সম্ভব হয়নি।
অপরদিকে এই সুযোগ নিয়ে আক্রমণে উঠে আসতে থাকে নাওরেম-নিখিলরা। যা প্রাথমিকভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হলেও স্টিমাচের শক্তিশালী আপফ্রন্টের সামনে কার্যত কোনো জবাব থাকে না ডিফ ডিফেন্ডারদের। ম্যাচের ঠিক ৭৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন মনবীর সিং। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। পরবর্তীতে নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত অনেকটা সময় থাকলেও গোল পরিশোধ করতে ব্যর্থ থাকে কুয়েত দল। এছাড়াও এমন পরিস্থিতিতে স্নায়ুর চাপ রাখতে অসমর্থ থাকেন জায়িদ। যারফলে, লাল কার্ড দেখতে হয় কুয়েতের এই ফুটবলারকে।