মনভীরের গোল শুধু ভারতের জন্য নয়, মোহনবাগানের জন্যও গুরুত্বপূর্ণ

manvir singh

গোল করে দলকে জিতিয়েছেন মনভীর সিং (Manvir Singh)। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের শুরুটা ভালো করেছে ভারত। কুয়েতের বিরুদ্ধে মনভীর সিং-এর গোল একাধিক কারণে গুরুত্বপূর্ণ।

দেশ ও ক্লাব উভয় ক্ষেত্রে মনভীর সিং চলতি মরসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচ ও মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো দুজনের হাতে রয়েছেন একাধিক উইঙ্গার। তার মধ্যেও নিজের জায়গা করে নিয়েছেন পাঞ্জাব তনয়। আশিক কুরুনিয়ন ফিট থাকলে কী হতে পারতো সেটা এখন বলা সম্ভব নয়। যাইহোক, এই পরিস্থিতিতে মনভীর চাইবেন দুই ক্ষেত্রেই নিজের ফর্ম বজায় রাখতে।

   

আগামী দিনে ভারতের জাতীয় দলের সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে। ভারতের গ্রুপে রয়েছে কাতার। তারা ৮ গোল দিয়েছে আফগানিস্তানকে। কুয়েতের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার পর কাতারের বিরুদ্ধেও ভালো ফুটবল খেলার লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার। পুরো পয়েন্ট পেতে চাইবে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে।

অন্য দিকে চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। কিন্তু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরপর ম্যাচে পয়েন্ট হারিয়ে চাপে পড়েছে বাগান। AFC কাপের পরের পর্বে যেতে হলে বাকি ম্যাচগুলোতে সবুজ মেরুন ব্রিগেডকে জয় নিশ্চিত করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন