টিম অফ দ্যা উইকে মহামেডানের এই নয়া তারকা

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। একের পর এক ম্যাচে…

Former Northeast United FC Striker Manvir Singh

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। একের পর এক ম্যাচে কার্যত নাস্তানাবুদ হতে হয় ময়দানের এই প্রধানকে। স্বাভাবিকভাবেই প্রভাব পড়তে শুরু করে পয়েন্ট টেবিলে। যারফলে একটা সময় কোচ বদলের দাবি ও উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। দলের এমন খারাপ সময়ের মধ্যেও আন্দ্রে চেরনিশভের উপর আস্থা রাখে সাদা-কালো ম্যানেজমেন্ট। সেই সময় দল ভালো পরিস্থিতির মধ্যে না থাকলেও উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক বদল আনার পরিকল্পনা ছিল ক্লাবের।

সেক্ষেত্রে জামশেদপুর এফসির তারকা ফুটবলার মনভীর সিংয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁকেই দলে টানে রেড রোডের এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, এই ভারতীয় তারকার আগমনের পর থেকেই আপফ্রন্টে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে সাদা-কালো ব্রিগেডের। বলাবাহুল্য গত ডিসেম্বরের ওডিশা ম্যাচ থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে ব্ল্যাক প্যান্থার্সরা। ঘরের মাঠে ওডিশা এফসিকে আটকে দেওয়ার পর নতুন বছরের প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল নর্থইস্ট ইউনাইটেডকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের।

   

পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই বেঙ্গালুরু বধ। কান্তিরাভার বুকে এই অভূতপূর্ব সাফল্য নিঃসন্দেহে খুশি করেছিল সকলকে। গত ম্যাচে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় না আসলেও পিছিয়ে থেকে সমতায় ফিরেছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। সেক্ষেত্রে ফানাইদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মনভীর সিং‌। নিজে ও করেছিলেন একটি গোল। পাশাপাশি তাঁর পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। এমন অনবদ্য ফুটবলের জন্যই এবার আইএসএলের টিম অফ দ্যা উইকে স্থান করে নিলেন মনভীর সিং‌।

এক্ষেত্রে সুনীল ছেত্রী এবং কোয়ামি পেপরাদের পাশাপাশি আক্রমণ ভাগে স্থান করে নিয়েছেন এই ফুটবলার। এছাড়াও কলকাতা ময়দানের আরেক প্রধানের তরফ থেকে রয়েছেন অধিনায়ক শুভাশিস বসু। যা নিঃসন্দেহে খুশি করেছে বাংলার ফুটবলপ্রেমীদের।