HomeSports NewsManvir Singh Returns: সাদা-কালো থেকে জামশেদপুর ফিরলেন এই তারকা

Manvir Singh Returns: সাদা-কালো থেকে জামশেদপুর ফিরলেন এই তারকা

- Advertisement -

দৃষ্টিনন্দন ফুটবলের মধ্যে দিয়ে আগের সিজন শেষ করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বিশেষ করে দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে প্রথম থেকেই প্রভাব বিস্তার করতে শুরু করেছিল খালিদ জামিলের ছেলেরা। তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো দলকে। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত পরিসংখ্যান।

   

মাঝে ছন্দ পতন হলেও পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। সহজেই দল চলে গিয়েছিল সুপার সিক্সে। তারপর অনায়াসেই শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। তারপর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। কলিঙ্গের বুকে শেষ হাসি হেসেছিল গোয়া।

কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন ফুটবল মরসুমে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম লক্ষ্য একবারের লিগ শিল্ড জয়ীদের। সেইমতো অনেক আগে থেকেই ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। নয়া ফুটবলার নির্বাচন করার পাশাপাশি দলের বেশ কিছু পুরনো ফুটবলারদের ফিরিয়ে আনারও পরিকল্পনা ছিল তাঁদের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল মনভীর সিংয়ের (Manvir Singh) নাম। সেটাই হলো শেষ পর্যন্ত। আসন্ন ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে এই ভারতীয় তারকাকে দলে ফিরিয়ে আনলো খালিদ জামিলের ফুটবল ক্লাব।

উল্লেখ্য, গত আইএসএলের দ্বিতীয় লেগে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই ভারতীয় ফরোয়ার্ডকে। বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে এবার নয়া মরসুম শুরু করতে চলেছেন খালিদ জামিলের দলের হয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সেই হবে সবকটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে তাঁদের লড়াই করতে হবে লাদাখ এফসির সঙ্গে। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular