ফের নিজের গুরুত্ব বোঝাতে শুরু করেছেন মনভীর সিং (Manvir Singh)। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তাঁকে দিয়েছেন দরাজ সার্টিফিকেট। এবার মনভীর সিং নিজে জানালেন মনের কথা।
সবুজ মেরুন জার্সি পরে মাঝে মধ্যেই জ্বলে উঠেছেন মনভীর সিং। তবে তাঁর খেলায় ধারাবাহিকতার অভাব রয়েছে। বাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাতে পরে মনভীরকে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট করেন না মনভীর। কিন্তু বড় কোনো ম্যাচ বা মঞ্চে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন।
জামশেদপুর এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে অ্যাসিস্ট রয়েছে মনভীরের। বাগানের পরের ম্যাচ ১০ মার্চ হওয়ার কথা ছিল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে আপাতত জল্পনা রয়েছে। কখন, কোথায় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হবে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাতে নিজের ফোকাস হারাতে নারাজ মোহন ফুটবলার।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী পারফরম্যান্সের জোরেই আমাদের জয়। লীগের গুরুত্বপূর্ণ বাঁকে জরুরি পদক্ষেপ। লক্ষ্য এবার পরেরটায়।’
Spirited performance from the team to earn a resounding victory! A big step in a very important juncture of the league. Onto the next one 🦾💚❤️#MohunBagan #JoyMohunBagan #ISL pic.twitter.com/GOniOWFNmO
— Manvir Singh (@manvir_singh07) March 3, 2024