Manvir Singh: আজকের ম্যাচে না-ও খেলতে পারেন মনভীর

আজকের ম্যাচে মনভীর সিং (Manvir Singh) খেলতে পারবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। ওড়িশা এফসির বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Against Odisha…

Manvir Singh

আজকের ম্যাচে মনভীর সিং (Manvir Singh) খেলতে পারবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। ওড়িশা এফসির বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Against Odisha FC) ম্যাচ। খবর পাওয়া গিয়েছিল আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন মনভীর। কিন্তু খেলতে কি পারবেন? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

Advertisements

আরও পড়ুন: Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

   

মোহন বাগান সুপার জায়ান্টে মরসুমের শুরু থেকে একের পর এক চোট সমস্যা। রক্ষণ থেকে আক্রমণভাগ, স্কোয়াডের একাধিক ফুটবলার ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মনভীর সিং। এরপর বেশ কিছু দিন মাঠের বাইরে রয়েছেন। মনে করা হয়েছিল চলতি ইন্ডিয়ান সুপার লীগে দলের ছ’নম্বর ম্যাচে তার মাঠে নামা নিশ্চিত। কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে কই!

আরও পড়ুন: East Bengal: নিজেদের ভাগ্য নিজেরা বদলেছি: ইস্টবেঙ্গলের ‘প্রফেসর’

গতকাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো। তাকেও মনভীরের চোট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কোচ নিজেও স্পষ্ট করে কিছু বলেননি। গতকালের অনুশীলনে দেরিতে উপস্থিত হয়েছিলেন ফেরান্দো। দলের ফিজিক্যাল ট্রেনার ও সহকারী কোচের সঙ্গে আলোচনা করার পরেই হুয়ান মনভীরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে

বিগত কয়েকটি ম্যাচে চেনা ছন্দে নেই মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণ ভাগ। মনভীর সিং ও দিমিত্রিয়স পেত্রাতসের অনুপস্থিতিতে সাদামাটা দেখাচ্ছে সবুজ মেরুন আক্রমণ। ওড়িশা এফসির বিরুদ্ধে আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই দলের কাছেই বড় ব্যবধানে হেরেছিল দল।