দলের সঙ্গে অনুশীলন করলেন মনবীর ও আপুইয়া, খেলবেন সেমিফাইনাল?

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের প্রথম‌ সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে। টাটা স্পোর্টস…

Manvir Singh, Apuia Return to Training

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের প্রথম‌ সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে। টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল জেসন কামিন্স থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদের। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে জাভিয়ের সিভেরিও টোরোর হেড থেকে গোল তুলে নিয়েছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। তবে প্রথমার্ধের শেষ লগ্নে এসে ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে দেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স।

Also Read | আইএসএল সেমিফাইনালে গণ্ডগোল, অভিযোগ জানাল জামশেদপুর এফসি  

   

যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়িয়ে গোল তুলে নিতে তৎপর ছিল উভয় দল। এক্ষেত্রে আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোসকে মাঠে এনেছিলেন বাগান কোচ জোসে মোলিনা‌। কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ভোঁতা করে গোলের মুখ খোলা সহজ ছিল না মেরিনার্সদের। তবে ম্যাচের শেষ লগ্নে প্রতি আক্রমণে উঠে গোল তুলে নিয়েছিল জামশেদপুর। বাঙালি ফুটবলার ঋত্বিক দাসের অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন জাভি হার্নান্দেজ। পরবর্তীতে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে প্রথম লেগের সেমিফাইনালের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিনো গোমসরা।

Also Read |  দল ছাড়বেন বিক্রম প্রতাপ? ব্যাপক জল্পনা

Advertisements

দ্বিতীয় লেগে সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য খালিদ জামিলের ছেলেদের। অপরদিকে, জামশেদপুর এফসিকে পরাজিত করে ফাইনালের টিকিট ছিনিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। তবে যুবভারতীর চেনা পরিবেশে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া জেমি ম্যাকলারেন থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। এছাড়াও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন মনবীর সিং থেকে শুরু করে আপুইয়ার মতো ফুটবলাররা।

বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই চোট সমস্যায় ভুগছিলেন তারকা উইঙ্গার মনবীর সিং। যারফলে ফিরে আসতে হয়েছিল জাতীয় শিবির থেকে। পরবর্তীতে সবুজ-মেরুনের অনুশীলনে যোগদান করলে ও ফিজিওর সঙ্গেই সময় কাটাচ্ছিলেন অধিকাংশ সময়। তাই বাড়তি ঝুঁকি নিতে চাননি বাগান কোচ। গোটা দল জামশেদপুর উড়ে গেলে ও থেকে গিয়েছিলেন এই দুই তারকা। এবার তাঁদের যোগদান নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের মধ্যে। সব ঠিকঠাক থাকলে আসন্ন দ্বিতীয় লেগের সেমিফাইনালে প্রথম থেকেই দলেথ একাদশে দেখা যেতে পারে এই দুই তারকাকে।