হায়দরাবাদ ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত মনবীর, রিহ্যাব সারলেন তিন তারকা

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে এই টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হায়দরাবাদ…

Mohun Bagan SG Practice

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে এই টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে।‌ গত পাঞ্জাব ম্যাচের পর ঘরের মাঠে এই ম্যাচে জয় সুনিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য সকলের। কিন্তু ম্যাচের আগেরদিন গোটা দল অনুশীলন করলেও ব্যক্তিগত সমস্যার জন্য এদিন প্রাকটিসে আসেননি ভারতীয় উইঙ্গার মনবীর সিং। যারফলে অনেকেই মনে করছেন যে আগত এই ম্যাচে হয়তো রিজার্ভ বেঞ্চেই থাকতে পারেন এই ভারতীয় তারকা।

Mohunbagan SG footballer Dimitri Petratos

   

পাশাপাশি চোট সমস্যায় এদিন দলের বাকি ফুটবলারদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি অজি তারকা দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে আপুইয়া সহ আশিক কুরুনিয়ানের মতো ফুটবলাররা। মূলত মাঠের সাইড লাইনেই রিহ্যাব সারতে দেখা যায় তাঁদের সকলকে। যারফলে এই ম্যাচে দেখা যাবে না এই তিন ফুটবলারকে‌। তবে ঠিকঠাক থাকলে হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্ৰেগ স্টুয়ার্টকে নামাতে পারেন জোসে মোলিনা‌। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় জর্জরিত ছিলেন এই স্কটিশ ফুটবলার।

ashique kuruniyan mohun bagan

বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিনি। সেজন্য, সবদিক বজায় রেখেই তাঁকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন বাগান কোচ। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই করার লক্ষ্য হায়দরাবাদ এফসির। গত বছরের শেষ ম্যাচে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল এডমিলসন কোরিয়ার দল। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও শেষ মুহূর্তে মনোজ মহম্মদের গোলে সমতায় ফিরেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে পেরেছিল হায়দরাবাদ।

Photograph of Apuia, a person with long hair, wearing a traditional attire and standing against a backdrop of foliage.

এবার ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাবের সঙ্গে লড়াই করতে নামবে আইএসএল জয়ী এই দল। তাঁদের বিপক্ষে জয় সুনিশ্চিত করা যে কার্যত অসম্ভব সেটা ভালো মতোই জানেন অ্যালেক্স সাজিরা। তবুও অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে পারলে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়বে দলের সকল ফুটবলারদের। ‌ এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের।