Manu Bhaker: ৩২ বছর ধরে পাকিস্তান যা পারেনি ভারতের মনু ৬ দিনে করে দেখিয়েছেন

প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024) ভারতীয় শুটার মনু ভাকেরের (Manu Bhaker) কাছে স্বপ্নের চেয়ে কম ছিল না। মনু ভাকেরের ঐতিহাসিক পারফরম্যান্স। সিঙ্গেলসের পর ১০…

lord shri krishna advice help manu bhaker to win paris olympics medal

প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024) ভারতীয় শুটার মনু ভাকেরের (Manu Bhaker) কাছে স্বপ্নের চেয়ে কম ছিল না। মনু ভাকেরের ঐতিহাসিক পারফরম্যান্স। সিঙ্গেলসের পর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে তিনি তাঁর সঙ্গী সরবজ্যোত সিংয়ের সঙ্গে দ্বিতীয় পদক জিতেছিলেন। এই দু’বারই ব্রোঞ্জ পদক জিতেছিল।

লোকাল ছেলেদের নামিয়ে ৫ গোলে জিতল Odisha FC

একই সময়ে মহিলাদের শুটিং ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন মানু ভাকের। এর আগে ২০২০ অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গত ২৮ জুলাই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম পদক জিতেছেন মনু। এরপর ৩০ জুলাই ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে দেশকে ফের গৌরবান্বিত করেন তিনি।

১৯৪৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে পাকিস্তান। ১৯৫৬ সালের অলিম্পিকে তাদের প্রথম অলিম্পিক পদক। পাকিস্তান শেষবার অলিম্পিকে পদক জিতেছিল ১৯৯২ সালে। অর্থাৎ, পাকিস্তান গত ৩২ বছর ধরে অলিম্পিক পদকের জন্য চাতক-প্রায়। ভারতের কন্যা মনু ভাকের ৬ দিনে ২টি পদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন। 

Jobby Justin: দেখতে দেখতে ৭ গোল হয়ে গেল জবির

Advertisements

হরিয়ানার ঝাজ্জরের ছোট্ট গ্রাম গোরিয়ার বাসিন্দা মনু ভাকের তাঁর কর্মজীবনে অনেক খেলাধুলা করেছেন। তিনি কারাতে, থাং তা এবং তান্তায় মনু জাতীয় পদকপ্রাপ্ত। তান্তার তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন। তিনি স্কেটিংয়ে রাষ্ট্রীয় পদক জিতেছেন। শুটিংয়ের আগে বক্সিংয়ে পদকও জিতেছেন তিনি। কিন্তু চোটের কারণে বক্সিং ছাড়তে হয় তাঁকে।

২০১৮ কমনওয়েলথ গেমসে ১৬ বছর বয়সে স্বর্ণপদক জিতেছিলেন মনু ভাকের। এছাড়াও তিনি আইএসএসএফ বিশ্বকাপে ২টি স্বর্ণপদক জিতেছেন।