চাকরি প্রার্থীদের জন্য এবার দুর্দান্ত সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। মূলত এতদিন ধরে যারা চাকরি (Job) না পাওয়া নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য রইল জরুরি খবর। আজ শনিবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। আগামী কিছু সময়ের মধ্যেই প্রায় ১১ থেকে ১৫ হাজার কর্মীকে নিয়োগ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী এহেন ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি সকলে।
অশ্বিনী বৈষ্ণব কিন্তু শুধুমাত্র রেলমন্ত্রী নন তিনি আবার তথ্যপ্রযুক্তি মন্ত্রীও বটে। চিন্তা ও অন্যান্য দেশকে টেক্কা দিয়ে সেমিকন্ডাক্টর চিপের ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এক কথায় এই সেমিকন্ডাক্টর চিপ নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে ভারত। আসামে তৈরি হচ্ছে একটি কারখানা। এই কারখানায় বহু কর্মী নিয়োগ করা হবে বলে এবার ঘোষণা করা হলো। আগামী দিনে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে সকল দেশকে মাত দিতে পারে বলে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর এই প্রসঙ্গেই বড় তথ্য দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি বলেন, “২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মরিগাঁওয়ে একটি সেমিকন্ডাক্টর ইউনিটের অনুমোদন দিয়েছিলেন। এই কারখানাটি স্থাপন করবে টাটার ইলেকট্রনিক্স সংস্থা। আজ শনিবার সেই প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। এদিন নির্মাণস্থলে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগের এই ইউনিটটি স্থাপন করা হবে।”
এরপরই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ এই কারখানার দরুন ১৫,০০০ প্রত্যক্ষ এবং ১১,০০০ থেকে ১৩,০০০ অপ্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। এই কারখানাটি প্রতিদিন প্রায় ৪.৮৩ কোটি চিপ তৈরি করবে। এই কারখানা সম্পর্কে অনন্য জিনিসটি হ’ল এই প্লান্টে যে তিনটি প্রধান প্রযুক্তি স্থাপন করা হবে সেগুলি ভারতে তৈরি করা হয়েছে। এই প্ল্যান্টে উত্পাদিত চিপগুলি ই-যানবাহন, বৈদ্যুতিক যানবাহনগুলিতে ব্যবহার করা হবে এবং কার্যত প্রতিটি বড় সংস্থা যোগাযোগ এবং নেটওয়ার্ক অবকাঠামোতে এই চিপগুলি ব্যবহার করবে।’
#WATCH | Union IT Minister Ashwini Vaishnaw says, “…On 29th February 2024, Prime Minister Narendra Modi had approved a semiconductor unit in Morigaon, Assam. This plant is to be set up by Tata’s Electronics company. The construction of that plant has started today. Assam CM… pic.twitter.com/js1hfG9jIU
— ANI (@ANI) August 3, 2024