Manolo Marquez: ফার্গুসন-গাস হিডিঙ্কদের সঙ্গে একাসনে চলে এলেন ভারতের কোচ

ইগর স্টিমাচের উত্তরসূরি হিসেবে এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজকে (Manolo Marquez) ভারতীয় পুরুষ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করেছে এআইএফএফ। ৫৫ বছর বয়সী এই…

Manolo Marquez

ইগর স্টিমাচের উত্তরসূরি হিসেবে এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজকে (Manolo Marquez) ভারতীয় পুরুষ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করেছে এআইএফএফ। ৫৫ বছর বয়সী এই কোচ ব্লু টাইগার্সের দায়িত্ব নেবেন। একই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের হয়েও কাজ চালিয়ে যাবেন।

Pritam Kotal: মোহনবাগানে ফিরছেন প্রীতম? তুঙ্গে জল্পনা

   

রিনাস মিশেলস (বার্সেলোনা ও নেদারল্যান্ডস)

রিনাস মিশেলস ১৯৭১ সালে আয়াক্সের হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ জয়ের পর বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ১৯৭৮ সালের সালের মার্চ মাসে নেদারল্যান্ডসের ম্যানেজার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বার্সেলোনার কোচ ছিলেন ১৯৭৪ সাল পর্যন্ত।

গাস হিডিঙ্ক (পিএসভি আইন্দহোভেন এবং অস্ট্রেলিয়া/চেলসি ও রাশিয়া)

এই ডাচ ম্যানেজারও ক্লাব ও জাতীয় দলের দায়িত্ব সামলেছেন এক সঙ্গে। ২০০২-২০০৬ পর্যন্ত পিএসভি ক্লাবের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ২০০৬ সালে ছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বে। ২০০৬-২০১০ পর্যন্ত রাশিয়ার জাতীয় দলের কোচ ছিলেন। ২০০৯ সালে ছিলেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ।

অ্যালেক্স ফার্গুসন (অ্যাবারডিন ও স্কটল্যান্ড)

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে নিয়োগের আগে অ্যালেক্স ফার্গুসন একই সঙ্গে অ্যাবারডিন ও স্কটল্যান্ডের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৮-১৯৮৬ পর্যন্ত ছিলেন এই ক্লাবের দায়িত্বে। স্কটল্যান্ডের কোচ ছিলেন ১৯৮৫-১৯৮৬ সালে।

লিওনিদ স্লুটস্কি (সিএসকেএ মস্কো ও রাশিয়া)

সিএসকেএ মস্কো ও রাশিয়ার কোচ হিসেবে কাজ করছেন একইসঙ্গে। ক্লাবের হয়ে কোচ ছিলেন ২০০৯-২০১৬ পর্যন্ত। রাশিয়ার জাতীয় দলের দায়িত্বে ছিলেন ২০১৫-১৬তে।

গোয়েঙ্কাকে খুঁজতে হবে নতুন অধিনায়ক! হতে পারে দল বদল

ফাতিহ তেরিম (গালাতাসারায় ও তুরস্ক)

কিংবদন্তি গালাতাসারে ম্যানেজার ২০১৩ সালের অগস্টে বিশ্বকাপ বাছাইপর্বের সময় ক্লাব এবং তুরস্ক জাতীয় দলের কোচ ছিলেন।