ভারতীয় ফুটবল পরিস্থিতি নিয়ে ফের বিষ্ফোরক মানোলো

India vs Thailand, football match, Indian football team Manolo Marquez
India vs Thailand, football match, Indian football team ,Manolo Marquez

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দিকে নজর রয়েছে প্রত্যেকের। এক্ষেত্রে ক্লাব ও ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে গড়া কমিটি ইতিমধ্যেই খসড়া জমা দিয়েছে। জানা যায় গত মঙ্গলবার প্রতিনিধিদের তরফে আরও একবার আলোচনা হয় গোটা বিষয়টি নিয়ে। তারপর আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাগাদ টুর্নামেন্টের ক্লাব গুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে। এক্ষেত্রে রাজধানীতে থাকা প্রতিনিধিতে সশরীরে উপস্থিত থাকলেও বাকিরা যোগ দেবেন ভার্চুয়াল ভাবে। যেখানে টুর্নামেন্টের এবারের ফরম্যাট সহ এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ও উঠে আসতে পারে।

Advertisements

পাশাপাশি এবারের সিজনে এখনও পর্যন্ত আয়োজিত ডুরান্ড কাপ ও সুপার কাপের মতো টুর্নামেন্ট গুলি এএফসির মাপকাঠিতে আনা যাবে কিনা সেই বিষয়টি ও খতিয়ে দেখার সম্ভবনা রয়েছে। সেইসাথে দেশের প্রথম ডিভিশন এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে ক্লাব গুলির কি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে সেটি ও জানতে চাইতে পারে ফেডারেশনের এই নবনির্মিত সমন্বয় কমিটি‌। এসবের মাঝেই আজ রাতে নিজের ঘরের মাঠে অর্থাৎ জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে এএফসির টুর্নামেন্টের শেষ ম্যাচে নামতে চলেছে মানোলো মার্কেজের এফসি গোয়া।

   

এবারের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি ভারতের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আজ ইস্তিকালোলকে হারিয়ে অন্তত টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে ইকের গ্যারেক্সোনাদের। তবে এক্ষেত্রে খেলোয়াড়দের কার্ড সমস্যার পাশাপাশি চোট আঘাতের মতো বিষয় গুলি যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে‌। তবুও নিজেদের সেরাটা দিতে চাইবেন দলের ফুটবলাররা। গতকাল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন মানোলো মার্কেজে। পরবর্তীতে দেশের ফুটবল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ সুপার কাপ ফাইনালের পর আমি এই বিষয়ে কথা বলেছিলাম। এটি এমন একটি পরিস্থিতি যা ভারতীয় ফুটবল সহজেই এড়াতে পারত, কারণ সবাই জানত যে গত সিজনের শেষের দিকে অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে এই পরিস্থিতি তৈরি হবে। কিন্তু কেউ কোনও পদক্ষেপ নেয়নি। যখন ভুল লোকেরা ভুল পদে থাকে, তখন এই ধরনের ঘটনা ঘটতেই পারে।’ গত রাত থেকেই তাঁর এমন মন্তব্য যথেষ্ট নজর কেড়েছে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements