গত বছরের শেষে হার্দিক পান্ড্য ও নাতাশার বিবাহবিচ্ছেদের খবরটি অনেক ভক্তকে হতবাক করেছিল। নতুন বছর শুরুতে তারকাদের কাছ থেকে নতুন কোন সুখবরের আশায় ছিলেন ভক্তরা। কিন্তু তাদের আশার মেঘ আর একদিনের জন্যও দেখা যায়নি। বরং, নতুন বছরের শুরুতেই আরেকটি চমকপ্রদ খবর সামনে এসেছে। যেটি ভক্তদের মধ্যে নতুন ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল তার স্ত্রী ধনশ্রী ভার্মাকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করেছেন এবং তার ছবিও মুছে দিয়েছেন। যদিও এই ব্যাপারে চাহাল তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “আমি ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি। একজন ছেলে, বন্ধু, খেলোয়াড় ও ভাই হিসেবে আমি গর্বিত।” চাহালের এই বক্তব্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন (Divorce rumours) অব্যাহত রয়েছে।
তবে, এর পরে আরেকটি সম্পর্কের খবর সবার নজর কেড়ে নিয়েছে। ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে (Manish Pandey) এবং তার স্ত্রী আশ্রিতা শেঠির (Ashrita Shetty) সম্পর্ক নিয়ে নতুন গুজব তৈরি হয়েছে। তাদের মধ্যে সম্পর্কের তীব্র ফাটল দেখা গেছে। এ কারণে তারা একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন।
শুধু তাই নয়, তারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবিও মুছে দিয়েছেন। মণীশ পান্ডে (Manish Pandey) এবং তার স্ত্রীর এই আচরণ তাদের বিবাহবিচ্ছেদের (Divorce rumours) খবরের পেছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে। যদিও তারা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি
View this post on Instagram
মণীশ পান্ডে (Manish Pandey) একজন আন্তর্জাতিক ক্রিকেটার, তার স্ত্রী আশ্রিতা শেঠি (Ashrita Shetty) একজন তামিল সিনেমার অভিনেত্রী। আশ্রিতা বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেছেন এবং তার ফ্যানবেসও যথেষ্ট বড়। মণীশ (Manish Pandey) ও আশ্রিতা (Ashrita Shetty) ২০১৯ সালে বিয়ে করেছিলেন। তবে বর্তমানে তারকা দম্পতি সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন (Divorce rumours) চলছে।
উল্লেখ্য,ভারতের তারকা ক্রিকেটার মণীশ পান্ডেকে (Manish Pandey) শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। চলতি বছর আইপিএলের নিলামে ৫০ লক্ষ টাকায় কেকেআর টিম এই তারকা ক্রিকেটারকে তাদের দলে সামিল করেন।