২৫ বছর পর ড.বি সি রায় ট্রফি (Dr BC Roy Trophy) জয় করে ইতিহাস গড়ল মণিপুর (Manipur)। কিন্তু ফাইনালের পরাজয়ে হতাশ বাংলার ফুটবল দল (Bengal Football Team)। বুধবার গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মণিপুরের কাছে ৩-০ গোলে পরাজিত হল বাংলার দল। তবে ম্যাচের ফলাফলের বাইরেও এখন আলোচনার কেন্দ্রে তিনজন মণিপুরী ফুটবলার। তাদের বয়স নিয়ে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলা।
ফাইনালে বাংলার ছেলেরা একপ্রকার ছায়া হয়ে ছিল। প্রথমার্ধেই দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। ১৭ মিনিটে লোরেমবাম নাওচা সিং ও ৩৭ মিনিটে এনগাইউংমি কাশুং গোল করে মণিপুরকে এগিয়ে দেন। স্টপেজ টাইমে আমোম কৃষ সিংয়ের গোল বাংলার পরাজয়কে আরও গাঢ় করে।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা বাংলার স্ট্রাইকার রাজদীপ পল, যিনি সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। এদিনের ফাইনালে কার্যত গতিহীন ছিলেন তিনি। বাংলার মাঝমাঠে সমন্বয়ের অভাব, রক্ষণে অনিয়মিততা এবং বারবার বল হারানোর খেসারত দিতে হয় ম্যাচের শুরু থেকেই। যদিও ৮০ মিনিটে রিন্টু মালিকের পাস থেকে রাজদীপ গোলের একমাত্র সুযোগ পান, কিন্তু অ্যালেক্স ওইনামের ব্লকে তা ব্যর্থ হয়।
তবে ম্যাচ শেষে উত্তেজনার পারদ চড়ে বয়স-ভিত্তিক অভিযোগ নিয়ে। বাংলা দলের কর্মকর্তারা লিখিতভাবে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) কাছে অভিযোগ জমা দেন, মণিপুরের ৪ নম্বর জার্সিধারী অ্যালেক্স ওইনাম, ৫ নম্বর ওইনাম বেল্টন সিং ও ১৩ নম্বর তোনজাম স্ট্যালোন মেইতেইয়ের বয়স ১৬ বছরের বেশি।
এক কর্তার কথায়, “আমরা খেলার মাঠে হার স্বীকার করি, কিন্তু যদি প্রতিপক্ষের খেলোয়াড়রা নির্ধারিত বয়সের ঊর্ধ্বে হয়ে থাকে, তবে তা মেনে নেওয়া যায় না। ফেডারেশনের কাছে আমরা সমস্ত তথ্য সহ অভিযোগ জমা দিয়েছি।”
প্রতিযোগিতার প্রতি বাংলার নিষ্ঠা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পরিশ্রম প্রশ্নাতীত হলেও বয়স বিতর্ক এই ফাইনালের ছায়া ফেলেছে। সর্ব ভারতীয় ফুটবল সংস্থা যদি যথাযথ তদন্ত করে, তবে টুর্নামেন্টের ফলাফলেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলা এবার রানার্স হলেও, ভবিষ্যতের সম্ভাবনা জাগিয়েছে তরুণ প্রতিভারা।
Manipur defeat Bengal Football Team to lift Dr BC Roy Trophy for the third time after 25 year later