মরসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে পারেন রাফায়েল ভারানে (Raphael Varane) (৩০), বিভিন্ন রিপোর্টে সম্প্রতি এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রান্সের এই ফুটবলার জানুয়ারি থেকে অন্য একটি ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ভারান। প্রিমিয়ার লিগের দলটি তাদের স্কোয়াড পুনর্গঠনের জন্য ভালো পরিমাণ অর্থ তৈরি করতে চাইছে। যার ফলে অভিজ্ঞ ফরাসিকে আর হয়তো রাখা হবে না দলের সঙ্গে। আগে জানা গিয়েছিল, এই ডিফেন্ডারের চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তবে দ্য অ্যাথলেটিক দ্বারা প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভারানের চুক্তিটি আসলে বর্তমান মরসুমের সঙ্গেই শেষ হতে চলেছে।
তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ভারানের চুক্তির মেয়াদ আরও এক বছর (২০২৫ সাল পর্যন্ত) বাড়ানোর বিকল্প রয়েছে। যার অর্থ ক্লাবটি রিয়াল মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডারের বেতন পরিশোধের জন্য আরও ১৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে পারে। আর না বলে ভারান সিজন শেষ হলে ফ্রি ট্রান্সফার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানাতে পারেন। মনে করা হচ্ছে জানুয়ারি থেকে ইউরোপের একাধিক ক্লাবগুলির সাথে প্রাক-চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন ভারান।
বায়ার্ন মিউনিখে ভারান?
বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সঙ্গে ভারানকে যুক্ত করেছে স্কাই স্পোর্টস। অন্য দিকে ভারানের প্রাক্তন ক্লাব আরসি লেন্সের ম্যানেজার ফ্রাঙ্ক হেইস বলেছেন, তিনি ফ্রান্সের এই ফুটবলারকে স্বাগত জানাবেন মুক্ত হস্তে।