Manchester United vs Liverpool: আর্সেনালকে সরিয়ে একে উঠে আসতে পারে লিভারপুল

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে (Manchester United vs Liverpool) ওয়াতারু এন্দোকে আবারও পাওয়া যাবে বলে আশাবাদী লিভারপুল। অ্যানফিল্ডে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ আগেই…

manchester united vs liverpool

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে (Manchester United vs Liverpool) ওয়াতারু এন্দোকে আবারও পাওয়া যাবে বলে আশাবাদী লিভারপুল। অ্যানফিল্ডে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ আগেই জানিয়েছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডে সময়মতো ফিরতে চলেছেন এন্ডো।

ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘আমি যতদূর জানি এখনও পর্যন্ত কেউ চোটের কবলে পড়েনি। সুতরাং, রিকভারির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সুস্থ স্কোয়াড নিয়েই মাঠে নামবো আমরা।’ তবে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, স্টেফান বাজসেটিচ, অ্যালিসন বেকার ও দিয়োগো জোতার ফুটবলাররা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে। থিয়াগো আলকান্তারা, বেন ডক ও জোয়েল মাতিপকে ছাড়াই খেলতে হবে লিভারপুলকে।

IPL 2024: আইপিএল-এ অভিষেক হল ৩৩৮.৮৮ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের

চেলসির কাছে হারের পর টেন হাগ বলেছেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তাই আমরা ইতিবাচক মনোভাব বজায় রেখেই মাঠে নামবো। আমরা সামনের দিকে তাকাতে চাই।

লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ইপিএল ক্রম তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লিভারপুল (৩০ ম্যাচ ৭০ পয়েন্ট) ও ম্যানচেস্টার সিটি (৩১ ম্যাচে ৭০ পয়েন্ট)। রেডস টিমকে হারাতে পারলেই শীর্ষে চলে যাবে লিভারপুল।

 

দুই দলের শেষ ম্যাচ

  • লিভারপুল ৩-১ শেফিল্ড ইউনাইটেড (৪ এপ্রিল): কেলেহার, ব্র্যাডলি, ভ্যান ডাইক, কোনাটে, গোমেজ, ম্যাক অ্যালিস্টার, সজোবোসলাই, গ্রাভেনবার্চ, সালাহ, দিয়াজ, নুনেজ।
  • চেলসি ৪-৩ ম্যানচেস্টার ইউনাইটেড (৪ এপ্রিল): ওনানা, ওয়ান-বিসাকা, ম্যাগুয়ার, ভেরানে, দালোত, কাসেমিরো, মাইনু, অ্যান্টনি, ফার্নান্দেজ, গারনাচো, হোজলুন্ড।