গুরুত্বপূর্ণ ম্যাচেও শিশুসুলভ ভুল করে বসলেন ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) ৬০ মিলিয়ন ডলারের গোলকিপার। যার ফলে পিছিয়ে পড়েছিল ক্লাব। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পাল্টা লড়াই দিলেও শেষ পর্যন্ত নিজেদের মান রক্ষা করতে ব্যর্থ রেড ডেভিলরা।
বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। অ্যালিয়াঞ্জ এরিনায় ছিল ম্যাচ। ঘরের মাঠের অ্যাডভান্টেজ এবং সাম্প্রতিক ফর্মে বিচারে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। কোটি কোটি টাকা খরচ করার পরেও পরিচিত ফর্মে নেই ওল্ড ট্র্যাফোর্ডের বাসিন্দারা। ইংলিশ প্রিমিয়ার লীগের শুরুতে দশাসই অবস্থা ক্লাবের। এই অবস্থায় জার্মানির সেরা দলের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ডের প্রাক্তন চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরু হওয়ার প্রথম কোয়ার্টারের মধ্যে গোল করার পর সুযোগ পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটা কাজে লাগাতে পারেনি তারা। এরপর বিরতির আগে পর্যন্ত বলার মতো দুটি ঘটনা ঘটেছে – বায়ার্ন মিউনিখের জোড়া গোল এবং আন্দ্রে ওনানার ক্ষমার অযোগ্য ভুল।
২৮ মিনিটে লিরয় সানের মাটি ঘেঁষা শট ওনানার গ্লাভসে লেগে জড়িয়ে যায় জালে। মিনিট পাঁচেকের মধ্যেই ন্যাবরির গোলের সময় কার্যত দর্শকের ভূমিকায় দেখা গেল আন্দ্রে ওনানাকে। ডেভিড ডি গিয়ার বদলে চলতি মরসুমে ওনানাকে সই করিয়েছিল ক্লাব। এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বরং বারংবার ভুল করে ট্রল হতে হচ্ছে তাকে। ইন্টার মিলান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করার বিনিময়ে সব মিলিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলার খরচ হয়েছে ওনানার জন্য।
Andre Onana 😂😂#BAYMUN pic.twitter.com/jOmQmNd6RH
— احمد (@AhAt_456) September 20, 2023
দুই গোলে পিছিয়ে পড়ার পর বিরতির পর একটি গোল পরিশোধ করেন হলান্ড। সেই গোলের রেশ কাটতে না কাটতেই বায়ার্ন মিউনিখের হয়ে তৃতীয় গোল করেন হ্যারি কেন, পেনাল্টি থেকে। পরে ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে কিছুটা মান রক্ষা করার চেষ্টা করেছেন ক্যাসিমিরো।
Opening with a 𝐖 🙌
♦️ #FCBMUN 4-3 (FT) ♦️ pic.twitter.com/jwqBW0pivy
— FC Bayern Munich (@FCBayernEN) September 20, 2023
