World Without Oxygen: অক্সিজেন বিহীন বিশ্ব মাত্র ৫ সেকেন্ডেই শেষ

পৃথিবীর সব অক্সিজেন যদি ৫ সেকেন্ডের জন্য উধাও হয়ে যায় (World Without Oxygen)! তাহলে কি হতে পারে? তবে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে মাত্র পাঁচ…

world without oxygen

পৃথিবীর সব অক্সিজেন যদি ৫ সেকেন্ডের জন্য উধাও হয়ে যায় (World Without Oxygen)! তাহলে কি হতে পারে? তবে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে মাত্র পাঁচ সেকেন্ড অক্সিজেন না থাকলে কিই বা হবে? তবে বিষয়টি অনেক বেশি গুরুতর। আশ্চর্যকর হলেও এটাই সত্য যে অক্সিজেন না থাকলে ভেঙ্গে পড়বে বিশাল আয়তনের বহুতল থেকে শুরু করে স্থাপত্যগুলি। উল্কার মতো খসে পড়বে, আকাশে থাকা প্লেন। এর সঙ্গেই ঘটবে পরিবেশের বিশাল বিপর্যয়। গোটা পৃথিবী বসবাসের অনুপযোগী এক বিশাল ধ্বংস স্তূপে পরিণত হবে।

আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জরুরি উপাদান গুলির মধ্যে অন্যতম হলো অক্সিজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের ২১ ভাগ জুড়ে অক্সিজেন। এই অক্সিজেন শুধু মানুষের জন্য নয়। বরং পৃথিবীতে থাকা সমস্ত জীব এবং জড় বস্তুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এবার জেনে নিন ৫ সেকেন্ড অক্সিজেন না থাকলে পরিবেশের কি ধরনের ক্ষতি হতে পারে? অক্সিজেন ছাড়া কংক্রিটের তৈরি সকল স্থাপনা ভেঙে পড়বে। কারণ কংক্রিটের কণা গুলি একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে একমাত্র অক্সিজেনের কারণে। তবে অক্সিজেন যদি না থাকে তাহলে কংক্রিট ধুলো বালির ন্যায় হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সকল বিশাল বিশাল অট্টালিকা। মানুষের সারা জীবনের পরিশ্রম করে গড়ে তোলা বাড়ি ধুলিস্যাৎ হয়ে যাবে। পৃথিবীতে আর কোনও সুউচ্চ ভবনের নিশানা থাকবে না। অক্সিজেন ছাড়া বন্ধ হয়ে যাবে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা। গাড়ি এবং বিমানের দহন প্রক্রিয়া চলে অক্সিজেনের দ্বারাই। তবে যদি অক্সিজেনি না থাকে তাহলে দহন প্রক্রিয়া বন্ধ হওয়ার কারণে প্রত্যেকটি গাড়ি বন্ধ হয়ে পড়ে থাকবে রাস্তায়। আকাশে থাকা প্রত্যেকটি বিমান খসে পড়বে মাটিতে।

পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশে বাধা দেয় ওজোন স্তর। তবে যদি অক্সিজেন না থাকে তাহলে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বিনা বাধায় প্রবেশ করবে পৃথিবী পৃষ্ঠে। এই সময় যদি কেউ সমুদ্রের ধারে বসে সূর্যের তাপ উপভোগ করে তাহলে অতিবেগুনি রশ্মির জেরে পুড়ে যাবে তার শরীর। থাকবে না বাঁচার কোনও উপায়।

অক্সিজেন না থাকলে গুঁড়িয়ে যাবে মাটির স্তর। আমরা একে একে মাটির তলায় ঢুকে যেতে শুরু করব। পৃথিবীর সব স্থাপনা নিমেষের মধ্যেই মাটির নিচে চলে যাবে। জীবন্ত সমাধি হবে মানুষ থেকে শুরু করে জীবজন্তুরা। বায়ুতে অক্সিজেন না থাকলে বায়ুর চাপ ২১ শতাংশ কমে যাবে। এত দ্রুত বাতাসে চাপের পরিবর্তন হলে ঠিক সমুদ্রে দু হাজার মিটার নিচে প্রতিত হওয়ার মতো অনুভূতি হবে।

হঠাৎ করে বায়ুর চাপের পরিবর্তন হলে আমাদের কান সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। যার কারণে আমাদের শ্রবণ স্তর ফেটে যাবে। কানে শুনতে পারবো না কোনদিন বধির হয়ে যাব সারা জীবনের মতো। অক্সিজেন ছাড়া পৃথিবীতে দিনের বেলা রাতের মত অন্ধকার হয়ে যাবে। কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগে বায়ুতে থাকা বিভিন্ন উপাদানের সঙ্গে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে।

ফলে অক্সিজেন না থাকলে সূর্য রশ্মি প্রতিফলিত হতে পারবে না। যার কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছবে না। অক্সিজেন না থাকলে পৃথিবীর সব জল বাষ্প হয়ে যাবে কারণ জলে রয়েছে দুই ভাগ হাইড্রোজেন এবং একভাগ অক্সিজেন। অক্সিজেন না থাকলে জল হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। যার ফলে পৃথিবীতে জীবনধারণ হয়ে উঠবে অসম্ভব। তাই অক্সিজেন বিহীন ৫ সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে পৃথিবী।