FA cup: সাম্বা ক্যারিশমায় বড় জয় রেড ডেভিলদের

Manchester united big mergin win against Everton in FA cup

গতরাতে এফএ কাপের (FA cup) তৃতীয় রাউন্ডে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে গোল পায় ব্রাজিলীয়ান স্কিল তারকা এন্টনি। ম্যাচের ৪র্থ মিনিটেই দারুণ একটি গোল করে দলকে এগিয়ে নেই এই ব্রাজিলিয়ান।

৩০ বছর বয়সী ক্যাসামিরো হেনরিক যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড এ যোগ দেন। তখন ইংলিশ বিশেষজ্ঞরা উঠেপড়ে লেগেছিলো তার পিছনে। বলে ৩০ বছর বয়সী একজন প্লেয়ার এর জন্য ৭০+ ইউরো কেনো, এটা ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে সে মানিয়ে নিতে পারবে না। এখানে টনি ক্রুস ও লুকা মদ্রিচ নাই। ওল্ড ট্রাফোর্ডে আসার পর এইসব শুনতে হয়েছিলো ক্যাসাকে ইংলিশ বিশেষজ্ঞদের কাছ থেকে।

   

কিন্তু ইংলিশরা জানতো না যে ক্যাসামিরো অন্য ৪-৫টা প্লেয়ারের মতো না যার ভালো করার জন্য নির্দিষ্ট জায়গা কিংবা নির্দিষ্ট মানুষ লাগবে। যে সব জায়গায় মানিয়ে নিতে পারে আর এটাই একজন সেরার পরিচয়।

ম্যানচেস্টার ইউনাইটেডে অন্য এক ক্যাসামিরোকে দেখছে ফুটবল বিশ্ব। তিনি যখন মাদ্রিদে ছিলো তার বল প্লেয়িং এবিলিটি টা তেমন দেখাতেন না। কিন্তু সে যে এতো বল প্লেয়িং ক্যারি করতে পারে সেটা ম্যানচেস্টার ইউনাইটেড আসার পরই সবাই লক্ষ্য করেন।

ক্যাসামিরো আসা’র পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত ভাবে ছুটছে লিগে। তার ব্যক্তিগত পারফরম্যান্স ও দুর্দান্ত প্রতিটি ম্যাচে। ১৪ ম্যাচে লিগে ২টি গোল ও ২ টি এসিস্ট নামের পাশে রাখেন ক্যাসা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন