ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল মহামেডান এসসি ( Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের দল চেন্নাইয়ান এফসিকে হারানোর পর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচের পরই কার্যত ভরাডুবি আইএসএলে সুযোগ পাওয়া এই দলের। মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদের কাছেও হারের মুখ দেখতে হল আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দলকে। গতকাল ম্যাচ হেরে ফুটবলারদের ক্লান্তির কথা স্বীকার করে নিয়েছিলেন কোচ নিজেই। এবার এই দলের ভুল ধরলেন বাংলার প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharjee)।
মুম্বাই বধের রাস্তা খুঁজলেন সার্জিও লোবেরা
মহামেডান বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস ভট্টাচার্য জানিয়েছেন, “গত কয়েকটা ম্যাচে যেটা দেখেছি আমরা, মোহনবাগান ম্যাচ বাদ দিয়ে। মহামেডান ভালো লড়াই দিয়েছিল। তবে এটা ঠিক আইএসএল (ISL) এবং আইলিগ (I-league) ফুটবলের মধ্যে বিস্তর তফাৎ তো রয়েছে। মোহামেডান যে ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে এবং যে ভাবে গোল খেয়েছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে আসবেই।”
হায়দরাবাদের বিরুদ্ধে হেরে ফুটবলদারদের দুষলেন দীপেন্দু বিশ্বাস !
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের পর দলের পারফম্যন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। গোলের সামনে সুযোগ নষ্ঠ থেকে শুরু করে রক্ষণভাগে ভুল বোঝাবুঝি নিয়ে। এই প্রসঙ্গে মানস ভট্টাচার্য জানান, “সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা হায়দরাবাদ দল লিগ টেবিলের অনেকটাই নিচে ছিল। তবে আজকের জয়ের পর তাঁরা কিন্তু গোল পার্থক্যে মহামেডানকে টপকে গেল। যার ফলে ইস্টবেঙ্গেল এবং মোহামেডানকে পিছনে ফেলল। এদিনের ম্যাচে প্রথম তিন গোল মহামেডানের রক্ষণভাগের ভুলে হয়েছে। দুজন সেন্টার ডিভেন্ডার তাঁদের জায়গায় ঠিক ভাবে কাজ করছেন না। এই দোলে গোল করা খেলোয়াড়ের খুব অভাব।” তাই চেরনিশভকে তাঁর দলকে নিয়ে ভাবতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
Andrey Chernyshov : হায়দরাবাদের কাছে হেরে কোন কারণকে দায়ী করলেন কোচ চেরনিশভ!