Malroy : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নজরকাড়া এই ম্যালরয় আসলে কে? জেনে নিন

রাজস্থান ইউনাইটেডের হয়ে নজর কেড়েছেন মেলরয় (Malroy) মেলইন অ্যাসিসি। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে তাঁর খেলা লাল হলুদ সমর্থকদের আলোচনার অন্যতম বিষয়। কে এই মেলরয়? জেনে নেওয়া…

Malroy : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নজরকাড়া এই ম্যালরয় আসলে কে? জেনে নিন

রাজস্থান ইউনাইটেডের হয়ে নজর কেড়েছেন মেলরয় (Malroy) মেলইন অ্যাসিসি। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে তাঁর খেলা লাল হলুদ সমর্থকদের আলোচনার অন্যতম বিষয়। কে এই মেলরয়? জেনে নেওয়া যাক।

এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে মেলরয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে তিনি জানিয়েছিলেন, ১১ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু। ক্রমে স্কুল ভিত্তির টুর্নামেন্ট, সুব্রত কাপ খেলে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন। ১৪ বছর বয়সে নিজ রাজ্য, মহারাষ্ট্রের হয়ে মাঠে নেমেছিলেন।

   

ব্যাক্তিগতভাবে মাঝমাঠে খেলতে বেশি পছন্দ করেন। যদিও এখন তিনি রক্ষণভাগের ফুটবলার। তবু, “সত্যি বলতে আমি রক্ষণ ও মাঝমাঠ দুই জায়গাতেই খেলতে অভ্যস্ত”, বলেছেন উদীয়মান এই খেলোয়াড়। 

Advertisements

অনুশীলনের জন্য প্রায়ই মুম্বই যেতেন। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা নিয়ে মেলরয় ব্যস্ত থাকতেন। যুবক মেলরয় মেলইন অ্যাসিসিকে প্রথমে দলে নিয়েছিল মুম্বই ফুটবল ক্লাব। ততদিনে রাজ্যের নামকরা ফুটবলারদের কাছ থেকে পেশাদার কেরিয়ার সম্পর্কে অল্প-বিস্তর জেনে নিয়েছিলেন। সিনিয়রদের থেকে পাওয়া পরামর্শ ক্রমে কাজে লাগিয়েছেন আগামী দিনে। মুম্বইয়ের ক্লাব ছাড়াও ইতিমধ্যে খেলেছেন রিয়াল কাশ্মীর, হাইড্রা স্পোর্টসের হয়ে। যুক্ত ছিলেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবের সঙ্গে। ম্যাচ টাইম বেশি পাওয়ার জন্য রাজস্থান ইউনাইটেডে নাম লিখিয়েছেন।