Mohun Bagan: কবে থেকে মিলবে মোহনবাগান-মুম্বাই ম্যাচের টিকিট? জানুন

mohun bagan vs mumbai city fc

হাতে আর মাত্র একটা ম্যাচ। তা জিততে পারলেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তবে এক্ষেত্রে তাদের পরাজিত করতে হবে মুম্বাই সিটি এফসিকে।‌ কাজটা যে খুব একটা সহজ নয় সেটা ভাল মতই জানেন বাগান ফুটবলাররা। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে তাদের।

গত ম্যাচেই তারা পরাজিত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। বিদেশি ডিফেন্ডার হেক্টর ইৎসে‌ থেকে শুরু করে ভারতীয় তারকা মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপার পাশাপাশি গোল করেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।‌ সেই ট্রেন্ড পরবর্তী ম্যাচের বজায় রাখার লক্ষ্য থাকবে বাগান দলের।

   

আগামী ১৫ এপ্রিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রাহুল ভেকের মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এখন সেই ম্যাচ নিয়েই উন্মাদনা চরমে রয়েছে সমর্থকদের। জানা গিয়েছে, আগামীকাল থেকেই মিলবে এই ম্যাচের টিকিট। সকাল ১১ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সবুজ-মেরুন তাঁবুতেই দেওয়া হবে ম্যাচের টিকিট।

এছাড়াও আগামী পরশু দুপুর একটা পর্যন্ত ক্লাব থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট নেওয়ার সুযোগ থাকছে বাগান সমর্থকদের। বলাবাহুল্য, আইএসএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমর্থকদের সমর্থনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। ‌

সেজন্য স্বল্প মূল্যে টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে মেরিনার্সদের। গত বেঙ্গালুরু ম্যাচের পর এবার ঘরের মাঠে সমর্থকদের সামনে শিল্ড জিততে মরিয়া মোহনবাগান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন