এবারের ইন্ডিয়ান সুপার লীগের (Indian Super League) ম্যাচের সময় সূচি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিশেষত কলকাতার ফুটবল প্রেমীরা ম্যাচের সময় নিয়ে অখুশি। খেলা সন্ধ্যা আটটা থেকে শুরু, যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। খাস কলকাতার বাইরে এই স্টেডিয়াম। যার ফলে যাতায়াতের অসুবিধা রয়েছে, বিশেষত রাতে। ম্যাচ শেষ হতে প্রায় রাত সাড়ে দশটা। দেরি হলে সময় আরও বাড়তে পারে। সাড়ে দশটার সময় ম্যাচ শেষ হলে সমর্থকরা বাড়ি ফিরবেন কী করে?
এই প্রশ্ন ভাবিয়ে তুলেছিল মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি সমর্থকদের মধ্যে। সমর্থকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। আজকের ম্যাচেও থাকবে বিশেষ মেট্রো পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ মেট্রো রেলের উপস্থিতি সম্পর্কে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে। একটি ভিডিও বার্তার মাধ্যমে আশ্বস্ত করা হয়েছে খেলা দেখতে যাওয়া সমর্থকদের। আজ সন্ধ্যায় রয়েছে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ।
𝐀𝐃𝐃𝐈𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐌𝐄𝐓𝐑𝐎 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 𝐀𝐅𝐓𝐄𝐑 #EBFCHFC
We are grateful to Mr Kaushik Mitra, Chief Public Relations Officer of Kolkata Metro Railway, for arranging an additional metro service after tonight’s match. #JoyEastBengal #EastBengalFC #ISL10 #KolkataMetro pic.twitter.com/CZ2iiykacq
— East Bengal FC (@eastbengal_fc) September 30, 2023
ম্যাচের পর সল্টলেক থেকে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। সল্টলেক স্টেশন থেকে রাত ১০ টা বেজে ৪০ মিনিট নাগাদ ছাড়বে এই বিশেষ মেট্রো রেল। যাবে শিয়ালদা পর্যন্ত। সল্টলেক স্টেশন থেকে রাত ১০ টা বেজে ৪০ মিনিটে ছাড়ার পর গাড়ি শিয়ালদা ঢুকবে ১০ টা বেজে ৪৭ মিনিট নাগাদ। শিয়ালদা থেকে মাঠে যাওয়া দর্শকরা সহজে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।