মাহি-ই দিয়েছিলেন গুরুমন্ত্র! অবশেষে ফাঁস করলেন পাঁচ ছক্কার মালিক রিঙ্কু সিং

Rinku Singh

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা রিঙ্কু সিং (Rinku Singh) অবশেষে টিম ইন্ডিয়ার ‘বি’ দলে জায়গা পেয়েছেন। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টিম ইন্ডিয়াতে জায়গা পাওয়ার পর রিঙ্কু সিং ক্যাপ্টেন কুল নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে প্রাপ্ত গুরু মন্ত্রর কথা প্রকাশ করেছেন।

রিঙ্কু সিং জানালেন, আইপিএল চলাকালীন ধোনি তাঁকে কী বলেছিলেন। রিঙ্কু সিংকে বড় পরামর্শ দিলেন ধোনি। রেভ স্পোর্টজের সঙ্গে সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে আমার কথাবার্তা খুব ভালো হয়েছে। তিনিও আমার মতো একই পজিশনে ব্যাট করেন। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে খেলার উন্নতি করা যায়, তার উত্তর খুব সহজ ছিল। তিনি বলেছিলেন যে আমি খুব ভাল ব্যাটিং করছি এবং যেভাবে খেলছি সেটাই যেন চালিয়ে যাই। ‘

   

আইপিএল ২০২৩-এ রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সের তুলনা একমাত্র রিঙ্কু নিজেই। গুজরাট টাইটান্সের বিপক্ষে এক ম্যাচে টানা ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এরপর থেকেই বিশ্ব ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে ওঠেন উত্তর প্রদেশের এই ব্যাটসম্যান। তখন থেকেই তাকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যখন তাকে টি-টোয়েন্টি দলে নির্বাচিত করা হয়নি, তখন অনেক প্রশ্ন উঠেছিল BCCI নির্বাচকদের সিদ্ধান্তের বিরুদ্ধে। এরপরই খবর আসে যে রিঙ্কু সিং এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের শিবিরে নির্বাচিত হয়েছেন।

মূল দল: ঋতুরাজ গাইকওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা, সাই সুদর্শন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন