Sunday, December 7, 2025
HomeSports NewsDhoni ayurvedic treatment: মাত্র ৪০ টাকায় আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ধোনি

Dhoni ayurvedic treatment: মাত্র ৪০ টাকায় আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ধোনি

- Advertisement -

কয়েক মাস হল হাঁটুর সমস্যায় ভুগছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আধুনিক পদ্ধতির বদলে তিনি ভরসা রেখেছেন আয়ুর্বেদিক চিকিৎসায়। (ayurvedic treatment) বিল হয়েছে মাত্র ৪০ টাকা। হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র চল্লিশ টাকার বিনিময়ে হাঁটুর সমস্যা সমাধান করছেন মহেন্দ্র সিং ধোনি।

রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাপুং অঞ্চল। গাছপালায় ঢাকা এলাকা। সেখানেই ছোট্ট একটা কটেজে বসেন বন্দন সিং খেরভার। প্রথমে বুঝতেই পারেননি তাঁর এই বিশেষ রুগীটি আসলে কে। পরে বুঝতে পেরেছেন। বলা ভালো তাঁকে মহেন্দ্র সিংহ ধোনির কথা বলে দেওয়া হয়েছিল। তারপর বুঝেছেন ধোনি মানে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ফিনিশার এসেছেন তাঁর কাছে।

   

মহেন্দ্রর মতো তাঁর বাড়ির লোকও বন্দন সিং খেরভারের কাছে আসছেন মাসখানেক হল। ডাক্তার দেখানোর ফি ২০ টাকা, ওষুধের নাম ২০ টাকা। সব মিলিয়ে ধোনির চিকিৎসা করাতে দরকার পড়ছে মাত্র ৪০ টাকা। প্রায় প্রতি চার চার অন্দর ডাক্তারখানায় আসছেন তিনি।

জঙ্গলে ঘেরা শান্ত গ্রামে ধোনির আগমণ আলোড়ন তৈরি করেছে। টিভির পর্দায় দেখা তারকাকে দেখার জন্য স্থানীয় লোকজনের উৎসাহ সীমাহীন। ধোনিও ব্যাপারটা বোঝেন। ডাক্তারের যাতে কোনো সমস্যা না হয় সে জন্য তিনি গাড়িতেই বসে থাকেন। ডাক্তার এসে দেখে যাওয়ার পর ভক্তদের আবদার মেটান। গ্রামবাসীদের সঙ্গে কিছু সেলফিও তোলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular