বয়স বিকৃতির অভিযোগে মালেগাঁওয়ের অমল কল্পেকে (Amol Kolpe) গ্রেফতার করেছিল বারামতী সিটি পুলিশ। তিন দিন জেলে থাকার পর, বর্তমানে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাকে। এখন জামিনের আবেদনও করতে পারবেন তিনি।
পুলিশ সূত্রে খবর, এ বছরের জানুয়ারিতে মহারাষ্ট্র (Maharashtra ) ক্রিকেট সংস্থার পরিচালনায় অনূর্ধ্ব-১৯ আমন্ত্রণী লিগ ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে, কল্পের জমা দেওয়া নথিতে দেখা যায় যে তার জন্ম ২০০৭ এর ২৮এ সেপ্টেম্বর হয়ছে। এদিকে পুরোনো নথি ঘাঁটলে পরে দেখা যায় যে তার জন্ম হয়েছে ১৫ই ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে।
কারভারি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকেই নানা সাটবের অভিযোগ আসায় পুলিশ কল্পেকে গ্রেফতার করে। সাটবে অভিযোগ করে যে, কল্পে বয়েস বিকৃত করার জন্য ভুল নথি পেশ করেছে।
বারামতী থানার ইন্সপেক্টর সুনীল মহাদিক বলেছেন, “অভিযোগকারী যে তথ্য দিয়েছিলেন তা আমরা যাচাই করে দেখেছি। তার পরে অভিযুক্ত ছেলেটিকে জিজ্ঞাসা করেছি কেন সে আসল বয়স লুকিয়েছে। সন্তোষজনক উত্তর না মেলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এর পর কল্পের আসল এবং নকল নথি যাচাই করা হয়। এই কাজে অন্য কেউ জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে।”