আইলিগ ২০২২-২৩ সেশনে সমর্থকদের আশানুরূপ মোটেও শুরু করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব (Mahamedan Sporting Club)। টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ব্ল্যাক প্যাহ্নর্সদের। ব্যাক টু ব্যাক জয় এসেছিল ঘরের মাঠে মণিপুরের ক্লাব দল NEROCA FC এবং TRAU FC-এর বিরুদ্ধে।
কিন্তু জয়ের এই ধারাবাহিকতায় চ্ছেদ পরে ডেকান অ্যারেনায় খেলতে নেমে, শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে হেরে গিয়ে। লিগে মহামেডান মঙ্গলবার খেলতে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। টুর্নামেন্টে চার্চিলের খেলার মধ্যেও ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে।এমন আবহে গোগো, মোমো, টানাদের বিরুদ্ধে খেলতে নামার আগে মহামেডান অধিনায়ক মার্কাস জোসেফকে নিয়ে একটি টুইট ভিডিও আপলোড করেছে তার দল।
ওই টুইট ভিডিওতে দেখা যাচ্ছে,প্র্যাকট্রিস সেশনে বল দখলের লড়াইতে মার্কাস পায়ের জাদুতে সতীর্থ ফুটবলার নিকোলাকে বোকা বানাতে।এই মুহুর্তে ওই টুইট ভিডিও সাদা কালো শিবিরের ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
Marcus being Marcus 😎#JaanJaanMohammedan pic.twitter.com/rj1Iz3ltGo
— Mohammedan SC (@MohammedanSC) December 5, 2022
প্রসঙ্গত,লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়া চার্চিল ব্রাদার্স ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে ফাসলুদের বিরুদ্ধে, আর কোচ চেরনশিভের ছেলেরা চাইছে টুর্নামেন্টে উইনিং ট্র্যাকে ফিরে আসতে,তাই মঙ্গলবার আইলিগের এই ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে।