Mahamedan SC: আইলিগ জয়ী ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করল মহামেডান

নতুন মরশুমে নিজেদের হাল ফেরাতে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।

mohammed jassim football

নতুন মরশুমে নিজেদের হাল ফেরাতে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে দলের সেই সময়কার কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে একের পর এক বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশিয় তারকা বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় সাদা-কালো শিবির।টিমকে নতুন করে ঢেলে সাজাতে আবিওলা দাওদা সহ নিজেদের বহু ফুটবলারকে রিলিজ করে দেয় মহামেডান। দলে আনা হয় আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো আইলিগ কাঁপানো ফুটবলারদের।

এবার এই ফুটবলারদের হাত ধরেই আইলিগ জয়ের স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব।সেইসাথে দেশিয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও চমক দেওয়া হয় মহামেডান ম্যানেজমেন্টের তরফ থেকে। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা লাল-হলুদ দলের এক তারকা ফুটবলার আঙ্গুসানাকে দলে টেনে নেয় তারা।

সেইসাথে দলের সঙ্গে যুক্ত করা হয় তরুণ গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে। এছাড়াও ডালহৌসি ক্লাব থেকে আনা হয় তরুণ গোলরক্ষক আকিব শেখকে। পাশাপাশি রিজার্ভ দলের থেকে দীপু হালদার সহ একাধিক ফুটবলারদের সিনিয়র দলে প্রমোট করা সিদ্ধান্ত নেওয়া হয়। এসবের মাঝেই দলের রক্ষনভাগকে আরও শক্তিশালী করে তুলতে নয়া পরিকল্পনা নেয় ময়দানের এই প্রধান।

নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে গোকুলাম কেরালা এফসি থেকে মোহাম্মদ জসিমকে সাইন করায় মহামেডান স্পোর্টিং ক্লাব। কিছু বছর আগে গোকুলাম কেরালার যুব দল থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে খেলেন সিনিয়র ফুটবল দলে। সেখান থেকে দুইবার আইলিগ জয়। সমস্ত কিছু খতিয়ে দেখেই বছর ছাব্বিশের এই ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করে মহামেডান স্পোর্টিং ক্লাব।