ম্যাকআর্থার এফসির (Macarthur FC) অধিনায়ক ইউলিসেস ডেভিলা সহ এ-লিগের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের অর্গানাইজড ক্রাইম স্কোয়াড গেমিং ইউনিট ‘হলুদ কার্ডে কারসাজি’র তদন্ত শুরু করেছে।
গোয়েন্দারা জানতে পেরেছেন, ৩৩ বছর বয়সী মিডফিল্ডার দাভিলা দক্ষিণ আমেরিকায় বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে এ-লিগের ম্যাচে হলুদ কার্ড দেখার ব্যাপারে কথা বলেছিলেন। গত বছরের ২৪ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে খেলা চলাকালীন এই অপরাধের ঘটনা ঘটে বলে অভিযোগ। ২৪ নভেম্বর মেলবোর্ন ভিক্টোরির বিপক্ষে ম্যাকআর্থার এফসির ম্যাচে হলুদ কার্ড এবং ৯ ডিসেম্বর সিডনি এফসির বিপক্ষে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন ডেভিলা।
চলতি বছরের ২০ এপ্রিল থেকে ৪ মে’র মধ্যে গেমস চলাকালীন ইস্যু করা কার্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার এক সংগঠিত অপরাধীর নির্দেশে হলুদ কার্ড দেখার জন্য একজন সিনিয়র খেলোয়াড় জুনিয়র খেলোয়াড়দের ১০ হাজার ডলার দিয়েছিল বলেও অভিযোগ করেছে পুলিশ। সহকারী কমিশনার ফিটজেরাল্ড বলেন, এই খেলোয়াড়দের কর্মকাণ্ড খেলার সততার উপর যে প্রভাব ফেলেছে তার তুলনায় এই অর্থ নগণ্য।
“আমরা অভিযোগ করব যে চারটি হলুদ কার্ড দেওয়া হয়েছিল এবং সেই হলুদ কার্ডের পরে যে পেনাল্টি দেওয়া হয়েছিল তা আসলে সেই ম্যাচের ফলাফল পরিবর্তন করতে পারে,” আশংকা প্রকাশ করেছেন সহকারী কমিশনার।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
