Calcutta Football League: চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন খিদিরপুরের অর্ঘ্য

শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর (Calcutta Football League) কাউন্টডাউন। মাঠে নামার জন্য প্রস্তুত অংশ নিতে চলা দল ও ফুটবলাররা। খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ…

Arghya Roy

শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর (Calcutta Football League) কাউন্টডাউন। মাঠে নামার জন্য প্রস্তুত অংশ নিতে চলা দল ও ফুটবলাররা। খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন অর্ঘ্য রায়।

অর্ঘ্য রায় মূলত আক্রমণভাগের ফুটবলার। স্ট্রাইকারের একটু নিচ থেকে অপারেট করতে পছন্দ করেন। খিদিরপুরের হয়েও মাঝমাঠ ও আক্রমণভাগের সংযোগকারী ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। বেলঘরিয়ার অর্ঘ্যর বয়স এখন মাত্র বাইশ। সামনে দীর্ঘ কেরিয়ার। কলকাতা ফুটবল লিগে খিদিপুরের হয়ে ভাল খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

   

মোহনবাগানের অনুর্ধ ১৯ দলের সদস্য ছিলেন অর্ঘ্য রায়। সবুজ মেরুন জার্সি পরে খেলেছেন বয়স ভিত্তিক আই লিগের ম্যাচ। মোহনবাগানের হয়ে করেছেন গোল। মোহনবাগানের হয়ে অনুর্ধ ১৯ আই লিগ খেলেছিলেন দুই বছর। এরপর একাধিক ক্লাবের হয়ে খেলেছেন।

গত মরসুমে খেলেছিলেন আই লিগের ক্লাব নেরোকা এফসির হয়ে। হাতেগোনা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। খিদিরপুরের হয়ে খেলে নিজের পুরনো ফর্ম ফিরে পেতে তিনি মরিয়া।

বয়স কম হলেও কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন খেলার অভিজ্ঞতা আগেও রয়েছে। খিদিরপুরের হয়ে সিএফএল প্রিমিয়ার ডিভিশন আগেও খেলেছেন। তারপর যোগ দিয়েছিলেন ক্যালকাটা কাস্টমস দলে। এবার আবারও মাঠে নামবেন খিদিরপুরের হয়ে।

অর্ঘ্য বলেছেন, “চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার জন্যই মাঠে নামবো। দলকে নিজের সেরাটাই দিতে চাই। আগামী দিনে আই লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য চেষ্টা চালিয়ে যাবো।”