HomeSports Newsমিতা পালের অলরাউন্ড ম্যাজিক, দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা টাইগার্স

মিতা পালের অলরাউন্ড ম্যাজিক, দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা টাইগার্স

- Advertisement -

২৮ জুন ইডেন গার্ডেন্স আবারও সাক্ষী থাকল এক ক্রিকেটীয় উপাখ্যানের। উইমেন্স বেঙ্গল প্রো টি-২০ লিগে (Womens Bengal Pro T20 League) লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers) দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল। আর এই জয়ের নেপথ্যে এক নাম মিতা পাল (Mita Paul)। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি, বল হাতে দুই উইকেট, যেন একাই জয়ের নায়ক হয়ে উঠলেন তিনি।

বৃষ্টির কারণে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ঠিকই, তবে তার আগেই মিতা নিজের প্রভাব বিস্তার করে ফেলেছিলেন মাঠে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে ধাক্কা খেয়েছিল কলকাতা টাইগার্স। ১৯.৫ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় দল। তবে একপ্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক মিতা পাল। ৫২ বলে ৫১ রানের ইনিংসটি যেমন স্থিতিশীলতা দিয়েছে, তেমনি দলের ভিত গড়ে দেয়।

   

সবিসকো স্ম্যাশার্স মালদার হয়ে সবচেয়ে চোখে পড়ার মতো বোলিং করেন জেনি পারভিন (৩-৮)। তাঁকে যথাযথ সহায়তা করেন অরুণ বর্মন (২-১৭), রিয়া কর মাহাতো (১-১৬) এবং ঝুমিয়া খাতুন (১-২৩)। তবে কলকাতা টাইগার্সের বোলারদের সামনে সেই সংগ্রহই পরে যথেষ্ট হয়ে ওঠে।

জবাবে মালদা দল মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় পড়ে যায় ৫.২ ওভারে। তারপরেই নামে বৃষ্টি। আর তখন ডিএলএস পদ্ধতিতে ১৬ রানে জয়ী ঘোষণা করা হয় কলকাতা টাইগার্সকে। ম্যাচের নিরিখে ছোট স্কোর হলেও, আবহাওয়া ও মানসিক চাপের পরিস্থিতিতে এই জয় অনেক বড়।

বল হাতে মিতা পাল ৩ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। সঙ্গে প্রাতিভা মাণ্ডির স্পেলও ছিল দুর্দান্ত ৩ ওভারে ১০ রানে ২ উইকেট। মালদার কোনও ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি, যা স্পষ্ট করে দেয় কলকাতার বোলিং ইউনিট কতটা ধারালো ছিল।

এই ম্যাচ আবারও প্রমাণ করল, ক্রীড়াঙ্গনে অধিনায়কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। মিতা পালের নেতৃত্বে দল কেবল শিরোপা জেতেনি, বরং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় শুরু করল।

Lux Shyam Kolkata Tigers crowned champions for second time in Womens Bengal Pro T20 League

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular