উরুগুয়ান প্লে মেকার আদ্রিয়ান লুনা’কে আগামী দুই বছরের জন্য দলে রেখে দিলো গতবারের ইন্ডিয়ান সুপার লিগ রানার্স আপ কেরালা ব্লাস্টার্স।২০২৪ সাল অবধি কেরালা ব্লাস্টার্সেই থাকছেন এই ফুটবলার।
গত মরশুম আলভারো ভাজকুয়েজ এবং জর্জ পেরেইরা ডিয়াজের সাথে লুনা’ও দুর্দান্ত খেলেছিলেন।যদিও লুনা ছাড়া দলের বাকী দুই ফুটবলার যোগ দিয়েছেন ভিন্ন ক্লাবে।
মেলবোর্ন সিটির এই প্রাক্তন তারকা ফুটবলার কেরালার হয়ে ২৩ ম্যাচে, ছয়টা গোল করার পাশাপাশি সাতটি করিয়েছিলেন।খুব দ্রুত কেরালা ব্লাস্টার্সের নয়নের মনি হয়ে উঠতে সময় লাগেনি তার।
নয়া চুক্তি সেরে লুনা বলেছেন,
” হলুদ আর্মি’তে ফের যোগ দিয়ে দারুণ লাগছে । পুনরায় চুক্তি সেরে দুর্দান্ত লাগছে।কেরালায় আমার অভিজ্ঞতা দুর্দান্ত ছিলো,আশা রাখছি আগামী তিন মরশুম ভালো কাটবে।আশা করি প্রতি ম্যাচেই দলের জন্য ভালো পারফরম্যান্স দিতে পারবো।”