
ফিফার বর্ষসেরা কোচ হিসেবে কে মনোনিত হবেন? সেই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা কঠিন ছিল না (Luis Enrique FIFA Coach)। কেবল ছিল সময়ের অপেক্ষা। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। অবশেষে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফার বর্ষসেরা কোচের তকমা পেয়েই গেলেন লুইস এনরিকে।
লড়াইয়ে এনজো মারেসকা থেকে শুরু করে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকেরা থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন প্যারিস সেন্ট জার্মেইন তথা পিএসজি কোচ। সেই নিয়ে যথেষ্ট খুশি বিশ্বের ফুটবলপ্রেমীরা। এই নিয়ে মোট দুইবার সেরার সেরা নির্বাচিত হলেন এনরিকে।
‘দেহত্যাগ না করলে পদত্যাগ করে না!’ কাকে নিশানা শুভেন্দুর ?
বছর দশেক আগে অর্থাৎ ২০১৫ সালে প্রথমবারের জন্য সেরার তকমা গায়ে লেগেছিল এই স্প্যানিশ কোচের। এবার দ্বিতীয়বার। এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছিল প্রথমবারের জন্য পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। উল্লেখ্য, গত ২০২৪-২০২৫ সিজনে প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেছে পিএসজি। সেবার দারুন ছন্দে দেখা গিয়েছিল ওসমানা ডেম্বেলেদের। যারফলে পরবর্তীতে আর খুব একটা অসুবিধা হয়নি। গত ৩১ শে মার্চ জার্মানির মিউনিখ ফুটবল এরিনায় ইন্টার মিলানের বিপক্ষে ট্রফি জয়ের ম্যাচে নেমেছিল পিএসজি।
শেষ পর্যন্ত পাঁচটি গোলের ব্যবধানে এসেছিল জয়। গোল পেয়েছিলেন আচরাফ হাকিমি, ডেসিরে দুয়ে,খিভিচা কাভারেস্কিলিয়া এবং মায়ুলু। ম্যাচে দুইটি অ্যাসিস্ট ছিল ডেম্বেলের। যারফলে প্রথম কোনও দল হিসেবে এত বড় ব্যবধানে ফাইনাল জয় করে। স্বাভাবিকভাবেই, এই বর্ষসেরা খেতাবের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসেন এনরিকে। তাই খুব একটা অসুবিধা হয়নি নির্বাচকদের। অন্যদিকে, মহিলা ফুটবলের ক্ষেত্রে সেরার সেরা নির্বাচিত হন সারিনা ভিগমান।







