HomeSports Newsসম্মানরক্ষার লড়াইয়ে গুজরাটের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখাল সুপার জায়ান্টস

সম্মানরক্ষার লড়াইয়ে গুজরাটের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখাল সুপার জায়ান্টস

- Advertisement -

LSG vs GT: আইপিএল ২০২৫ জমজমাট লড়াইয়ে বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস। টুর্নামেন্টের প্লে-অফের যোগ্যতা অর্জন আগেই নিশ্চিত করে ফেলেছিল গুজরাট, তবে লক্ষ্য ছিল শীর্ষ দুইয়ে শেষ করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করা। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের জন্য এটি ছিল মর্যাদার লড়াই, কারণ আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হেরে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে।

মার্শের শতরান ও পুরানের ঝড়ো ইনিংস
টস জিতে গুজরাট অধিনায়ক শুভমন গিল প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মিচেল মার্শ ও এডেন মাক্রাম। দুই ওপেনার প্রথম ১০ ওভারে ৯১ রানের জুটি গড়েন। এরপর সাই কিশোরের বলে মাক্রাম আউট হলেও থেমে থাকেননি মার্শ। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৬২ বলে ১১৭ রানের দুরন্ত শতরান পূর্ণ করেন তিনি। শেষদিকে নিকোলাস পুরান ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন, আর অধিনায়ক ঋষভ পন্থ ছোট্ট কিন্তু কার্যকর ১৬ রানের ইনিংস খেলে দলকে ২৩৫ রানে পৌঁছে দেন।

   

গুজরাটের রান তাড়া, কিন্তু উইকেট পড়ে দ্রুত
২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ১০ ওভারের মধ্যেই তাদের সেরা তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। লখনউ বোলার উইল ও’রুর্ক দুর্দান্ত স্পেল করে তিনটি উইকেট তুলে নেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। একদিকে উইকেট পড়তেই থাকে, অন্যদিকে রানরেটের চাপও বাড়তে থাকে। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন শাহরুখ খান। তিনি অর্ধশতক হাঁকিয়ে লড়াইয়ে ফিরতে চাইলেও, প্রয়োজনীয় রানরেটের চাপে গুজরাট ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায়।

শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স ২০ ওভারে ২০২ রানেই থেমে যায় এবং ম্যাচ হেরে যায় ৩৩ রানে। এটি তাদের টপ-টু শেষ করার লক্ষ্যে বড় ধাক্কা।
লখনউর দিক থেকে উজ্জ্বল পারফরম্যান্স

প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়লেও, লখনউ সুপার জায়ান্টস প্রমাণ করে দিলো তারা এখনো লড়াই করতে প্রস্তুত। মার্শ ও পুরানের দুর্দান্ত ইনিংস ছাড়াও, বল হাতে ও’রুর্ক, আয়ুশ বাদোনি এবং নভীন উল হক গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে গুজরাটের রানের গতি রুখে দেন। অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্বে দলটি মাঠে চমৎকার সমন্বয়ে খেলেছে।

পয়েন্ট টেবিলের চিত্র ও সামনের দিকনির্দেশ
এই জয়ে লখনউর শেষ চারের সম্ভাবনা তেমন কোনো প্রভাব না ফেললেও, গুজরাটের জন্য এটি ছিল একটি সতর্কবার্তা। তারা ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গেছে, তবে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১ খেলার যে সুযোগ ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। শেষ দুটি ম্যাচে তাদের ভালো পারফর্ম করতেই হবে শীর্ষ দুইয়ে থাকার জন্য।

এই ম্যাচটি আবারও প্রমাণ করলো, আইপিএল কেবল রান ও উইকেটের খেলা নয়, এটি পরিকল্পনা, আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে পারফর্ম করার খেলাও। লখনউ সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচগুলিকে মর্যাদার লড়াই বানিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে, এবং গুজরাট টাইটান্সের জন্য এটি হল প্লে-অফে আরও মনোযোগী হওয়ার সতর্কবার্তা।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular