ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডারের কাছে অফারের ছড়াছড়ি

Ivan Gonzalez warns East Bengal players on Twitter

ইস্টবেঙ্গল এফসির (East Bengal) তারকা ফুটবলার দলের ডিফেন্সের শিরদাঁড়া ইভান গঞ্জালেসের (Ivan Gonzales) কাছে ইন্ডিয়ান সুপার লিগ খেলা তিনটে ক্লাব দলের অফার রয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি দলের অফার রয়েছে ইভানের কাছে।

Advertisements

লাল-হলুদ জার্সি গায়ে ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে নিয়েছে স্প্যানিয়ার্ড এই ফুটবলার।প্রতি গেমে পাসিং গড় ৩২.৮৯, ২৯৬ টি পাস খেলেছে ইস্টবেঙ্গলের এই ফুটবলার।৪৭ টি ক্লিয়ারেন্স রয়েছে দলের হয়ে ইভান গঞ্জালেসের।

   

রিয়াল মাদ্রিদ যুব ফুটবল উন্নয়ন প্রকল্প থেকে উঠে আসা এই ফুটবলারের ইস্টবেঙ্গল এফসি’তে আসার সময়ে সমর্থকরা যথেষ্ট আশাবাদী ছিল পারফরম্যান্সের নিরিখে।ভক্তদের হতাশ করেন নি স্প্যানিয়ার্ড এই ডিফেন্ডার।কিন্তু ট্রান্সফার বাজারে একজন পেশাদার ফুটবলারের কাছে অফার আসা এবং তা নিয়ে ভাবনা চিন্তার অবকাশ থেকেই যায়।সূত্রে খবর,এখনও পর্যন্ত ফুটবলার ইভান গঞ্জালেস আইএসএল ক্লাব দলের অফার নিয়ে বড় কোনও সিদ্ধান্তে আসেনি।তবে সমস্ত কিছুই ভাবনা চিন্তার স্তরে আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements