মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কোচ জল্পনা এখনও মেটেনি। দল বদল সংক্রান্ত বিভিন্ন জল্পনা কানে এলেও কোচ জল্পনা দূর হচ্ছে না। সেই সঙ্গে প্রশ্ন থাকছে লোপেজ হাবাসের ভবিষ্যৎ নিয়ে। মোহনবাগান সুপা জায়ান্ট নতুন কোচ নিয়োগ করলে লোপেজ হাবাসের (Lopez Habas) ভূমিকা কী হবে?
গতকাল ছিল লোপেজ হাবাসের জন্মদিন। বয়স ৬৭ বছর, মানে সত্তর ছুঁইছুঁই। এই বয়সে এসে অনেকেই ভাবেন অবসর জীবনের কথা. সেই সঙ্গে শারীরিক পরিস্থিতির কথাও মাথায় রাখতে যায়। হাবাসের ক্ষেত্রেও বয়স ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বয়স বাধা হয়ে না দাঁড়ালে আগামী মরসুমে তিনিই হয়তো মোহনবাগানের হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন।
‘পালতোলা নৌকা’ ছেড়ে কোথায় যেতে পারেন সাদিকু? জানুন
এখন যা আপডেট তাতে পরের সিজনে হাবাসকে আর হয়তো কোচের ভূমিকায় দেখা যাবে না। নতুন কাউকে প্রধান কোচের দায়িত্ব দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের কোচ হওয়ার দৌড়ে কে রয়েছেন সে ব্যাপারে এখনও বিশদে জানা যায়নি।
প্রশ্ন উঠছে, নতুন কোচ এলে ক্লাবে লোপেজ হাবাসের ভূমিকা কী হবে? অন্য ক্লাব কাউকে কোচ করলেও বাগানে থেকে যেতে পারেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। কাজ চালিয়ে যেতে পারেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। যেমনটা ছিলেন গত মরসুমের শুরুর দিকে।
Roy Krishna: ওডিশাতেই থাকতে পারেন রয় কৃষ্ণা !
২০২৩-২৪ মরসুমের শুরুর দিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন লোপেজ হাবাস। হুয়ান ফেরান্দো ছিলেন হেড কোচ। পরে ক্লাবের পারফরম্যান্স পর্যালোচনা করে ফেরান্দোকে বিদায় জানানো হয়েছিল। মরসুমের মাঝপথে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাবাস। তাঁর কোচিংয়ে লিগ শিল্ড জিতেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট, ইন্ডিয়ান সুপার লিগে দল উঠেছিল ফাইনালে।