টস হারল সূর্য, কিন্তু চমক দিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একাদশ

Live Update India vs Sri Lanka in Asia Cup Super Four

এশিয়া কাপে (Asia Cup) ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে ভারত। তার আগে সুপার ফোরে (Asia Cup Super Four) নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সূর্যকুমার যাদবরা (India vs Sri Lanka)। তবে আজকের ম্যাচ কার্যত নিয়মরক্ষার হলেও (India Cricket News), একাদশে একাধিক পরিবর্তনের জেরে এই ম্যাচ পেয়েছে নতুন মাত্রা (Bengali Sports News)।

টসে ভাগ্য সঙ্গ দিল না ভারতের (Indian Cricket Team News) অধিনায়ক সূর্যকুমার যাদবকে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা। তবে সূর্য জানিয়ে দেন, “আমরাও আগে ব্যাট করতেই চেয়েছিলাম।” ফলে টস হারলেও পরিকল্পনায় বদল ঘটাতে হয়নি ভারতকে।

   

আজকের ম্যাচে ভারতের একাদশে দুটি পরিবর্তন। বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাহ ও শিবম দুবেকে। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ পেসার অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজ এবং ফাইনালের কথা মাথায় রেখেই বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন:

অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী

শ্রীলঙ্কার দলে একটি পরিবর্তন হয়েছে পেসার চামিকা করুণারত্নের বদলে খেলছেন স্পিনার দুনিথ ওয়েলালাগে।

এই নিয়মরক্ষার ম্যাচে নজর থাকবে অভিষেক শর্মা ও হাসারঙ্গার দ্বৈরথে। তরুণদের পারফরম্যান্স দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে।

Live Update India vs Sri Lanka in Asia Cup Super Four

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন