HomeSports Newsআদৌ আগুন লাগানো হয়েছিল লিটনের বাড়িতে? মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটার

আদৌ আগুন লাগানো হয়েছিল লিটনের বাড়িতে? মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটার

- Advertisement -

বাংলাদেশে (Bangladesh Protest) আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে। পদত্যাগের পর দেশ ছাড়তে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই শুনতে পাওয়া গিয়েছিল যে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের (Litton Kumer Das) বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে একটা ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অবশেষে লিটন নিজেই এই ব্যাপারে মুখ খুললেন।

সোমবার হিন্দু ছাত্রদের সঙ্গে দেখা করবেন মুহাম্মদ ইউনূস

একটি ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচার করা হয়েছে যে আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। কিন্তু, এই ঘটনার একেবারে কোনও সত্যতা নেই। এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

   

Litton Das Facebook Post

পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, একথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। এই দেশে আমরা সকলে ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সামনে এগিয়ে যেতে পারি। সেটাই আমাদের মূলমন্ত্র হওয়া উচিত। আমার আশা, ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থাকব এবং যে কোনও হিংসাত্মক ঘটনার থেকে দেশটাকে দুরে রাখতে পারব। দেশটা আমাদের সবার।’

অগ্নিগর্ভ বাংলাদেশ, নির্যাতিত সংখ্যালঘু মহিলারা! প্রতিবাদে সরব প্রাক্তন পাক ক্রিকেটার

এই পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রাখি, আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ঢাকায় রীতিমতো আন্দোলন শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু ঢাকার শাহবাগ চত্ত্বরে জমা হচ্ছেন। তাঁরা প্রত্যেকেই নিজেদের নিরাপত্তা দাবি করছেন। তবে তাঁরা বাংলাদেশ ছাড়তে চাইছেন না।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular