Durand Cup: শিলিগুড়ির লিটনের গোলে হার মানল চেন্নাইয়িন

আর্মির ফুটবল দলের হয়ে আবারও জ্বলে উঠলেন লিটন শিল (Liton Shil)। তাঁর করা বিস্ময় গোলে ডুরান্ড কাপে (Durand Cup 2024) হারল চেন্নাইয়িন এফসি। ইন্ডিয়ান সুপার…

Durand Cup Liton Shil

আর্মির ফুটবল দলের হয়ে আবারও জ্বলে উঠলেন লিটন শিল (Liton Shil)। তাঁর করা বিস্ময় গোলে ডুরান্ড কাপে (Durand Cup 2024) হারল চেন্নাইয়িন এফসি। ইন্ডিয়ান সুপার লিগের দলের বিরুদ্ধে জয় পেল ইন্ডিয়ান আর্মি ফুটবল দল।

   

Next Gen Cup: ইংল্যান্ডে শঙ্করলাল চক্রবর্তীর দিকেও থাকবে নজর

এবারের ডুরান্ড কাপের শুরুটা প্রত্যাশা মতো করতে পারল না চেন্নাইয়িন এফসি। ভারতীয় সেনার ফুটবল দলের বিরুদ্ধে আইএসএল দলের পরাজয় অনেকের জন্যই বিস্ময়কর। বলা চলে ডুরান্ড কাপ ২০২৪-এ অঘটন। লিটনের করা একমাত্র গোল ঠিক করে দিয়েছে ম্যাচের ভাগ্য।

প্রথমার্ধে লিটন শিলের বিস্ময়কর স্ট্রাইকের ফলে ভারতীয় সেনা ফুটবল দল ১৩৩ তম ডুরান্ড কাপের গ্রুপ ডি ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেছে। ম্যাচটি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা হয়েছিল। এই জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকা জামশেদপুর এফসিকে পিছনে ফেলে আপাতত গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় সেনা।

Paris Olympics 2024: ৩৪ মিনিটে ম্যাচ শেষ করে পদক জয়ের আরও কাছে সিন্ধু

চেন্নাইয়িন এফসির হেড কোচ নোয়েল উইলসন তরুণ ব্রিগেড মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্টো দিকে ভারতীয় সেনাবাহিনীর প্রধান কোচ মণীশ ওয়াহি ২০২৩-২৪ সন্তোষ ট্রফি জয়ী দলের মূল অংশকে ধরে রেখে অভিজ্ঞ স্টার্টিং লাইন আপ মাঠে নামিয়েছিলেন।

৪২ মিনিটে লিটনের দূরপাল্লার শট এগিয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়িয়ে ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করেছিল ভারতীয় সেনার ফুটবল টিম। সেনার আক্রমণের চাপে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল চেন্নাইয়িন এফসি। আরও গোল তুলে নেওয়ার মতো জায়গায় চলে গিয়েছিল আর্মি। কিন্তু ম্যাচে আর কোনও গোল আসেনি। চেন্নাইয়িন এফসিও গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গোলের ব্যবধান শেষ পর্যন্ত ঘোচেনি।